Advertisement
E-Paper

৫২ কোটি টাকা দিয়ে কেনা শিল্পকর্ম কামড়ে খেয়ে ফেললেন ধনকুবের! কী জানালেন তার পর

নিউইয়র্কে সদবি আয়োজিত একটি নিলামে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের শিল্পকর্মটি কিনেছিলেন ধনকুবের জাস্টিন সান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৫:৪৪
Justin Sun was eating the $6.2 million banana artwork in Hong Kong

ছবি: সংগৃহীত।

নিলামে কেনা ৫২ কোটি টাকার কলা গলাধঃকরণ করে ফেললেন চিনের ধনকুবের জাস্টিন সান। হংকং-এর সবচেয়ে অভিজাত ও বিলাসবহুল হোটেলে রীতিমতো সাংবাদিক সম্মেলন ডেকে সকলের সামনে কয়েক কোটি টাকার শিল্পকর্মটি খেয়ে ফেলেন তিনি। নিউইয়র্কে সদবি আয়োজিত একটি নিলামে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের শিল্পকর্মটি কিনেছিলেন সান। সান একজন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী। আরও ছয় প্রতিদ্বন্দ্বীকে নিলামে হারিয়ে কলাটির গর্বিত মালিক সান জানিয়েছিলন, এক বিরল শিল্প-অভিজ্ঞতা হিসাবে অনতিবিলম্বেই তিনি কলাটি খেয়ে ফেলবেন। অতি মহার্ঘ এই কলা খাওয়ার একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে ‘মারওয়ানুসাল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

‘দ্য কমেডিয়ান’ নামে এই শিল্পকর্মটি দেখতে অতি সাধারণ মানের। একটি সাদা ক্যানভাসে ছাইরঙা ডাক্ট টেপ দিয়ে আটকানো হলুদ একটি পাকা কলা মাত্র। কলাটি কামড় দিয়ে সানের প্রথম প্রতিক্রিয়া ছিল ‘‘এটি সত্যিই ভাল খেতে। অন্য কলার থেকে স্বাদও আলাদা।’’ নিউ ইয়র্কের সেই নিলামে সান ছাড়াও আরও ছয় অংশগ্রহণকারী ছিলেন। ২০১৯ সাল থেকে ক্যাটেলানের -এর এই শিল্পের প্রদর্শনী চলছে। তবে কি সত্যিই কি পাঁচ বছর ধরে একটিই কলাই প্রদর্শিত হচ্ছে? প্রদর্শিত কলাটি পচে গেলেই বাজার থেকে নতুন কলা কিনে তা পাল্টে দেওয়া হয়। কলাটি যেমন এর আগেও নিলামে বিক্রি হয়েছিল, তেমনই এর আগে তা খাওয়াও হয়েছিল। সকলেই যে নিলামে কিনে খেয়েছিলেন তা-ও নয়। বিনা অনুমতিতেই দেওয়াল থেকে খুলে নিয়ে বেমালুম খেয়ে ফেলার ঘটনাও ঘটেছে।

কমেডিয়ানকে কেউ নিলামে কিনলে তাঁকে দেওয়া হয় একটি কলা, একটি আস্ত ডাক্টটেপ, একটি শংসাপত্র। এ ছাড়া ওই শিল্পকর্ম ব্যবহার করার অনুমোদনপত্র দেওয়া হয়। সঙ্গে থাকে ওই শিল্পকর্ম দেওয়ালে কী ভাবে লাগাতে হবে, সেই সংক্রান্ত নির্দেশাবলি।

Banana Comedian Artwork Bitcoin China Sotheby Auction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy