Advertisement
E-Paper

কমেই চলেছে ওজন, শীর্ণ চেহারা! বিমানবন্দরে কর্ণের ভিডিয়ো দেখে আঁতকে উঠবেন আপনিও

পোশাকের যত্রতত্র নকশা করে ছিঁড়ে ফেলা। পোশাকের সঙ্গে মানানসই চশমাও পরেছেন তিনি। মাথায় আবার ডেনিম নীল রঙের টুপি।

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২২
Share
Save

বিমানবন্দরের সামনে এসে দাঁড়াল একটি বিলাসবহুল গাড়ি। গাড়িটি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার দরজা গেল খুলে। পিছনের আসন থেকে নেমে পড়লেন বলিপাড়ার জনপ্রিয় ছবিনির্মাতা কর্ণ জোহর। তাঁর পরনে ডেনিম নীল বর্ণের টি-শার্ট আর প্যান্ট। ঢিলেঢালা পোশাকে রয়েছে ‘জেন জ়ি’ (তরুণ প্রজন্ম)-র ছাপও। পোশাকের যত্রতত্র নকশা করে ছিঁড়ে ফেলা। পোশাকের সঙ্গে মানানসই চশমাও পরেছেন তিনি। মাথায় আবার ডেনিম নীল রঙের টুপি। হাতে নজরকাড়া ব্যাগ। ব্যাগের সামনে আঁকা রয়েছে ‘ইমোটিকন’— রাগী রাগী চোখ, দাঁত খিঁচিয়ে রয়েছে সেই মুখ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

‘ভাইরালভয়ানী’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ‘এয়ারপোর্ট লুক’-এ বিমানবন্দরের সামনে গাড়ি থেকে নামলেন কর্ণ। তাঁর সাজপোশাক দেখে নেটাগরিকেরা প্রশংসা করলেও চিন্তা প্রকাশ করলেন ছবিনির্মাতাকে নিয়ে। কম সময়ের মধ্যে হঠাৎ ওজন কমে গিয়েছে তাঁর। এমন জীর্ণ চেহারা দেখে এক জন লিখেছেন, ‘‘শরীরের যত্ন নেওয়া প্রয়োজন কর্ণের। দিন দিন ওজন কমে যাচ্ছে তাঁর।’’ আবার এক জন নেটাগরিক কটূক্তি করে লিখেছেন, ‘‘এত মানুষের খারাপ নজর লাগছে। এত দিন ধরে স্বজনপোষণ করে চলেছেন। কুনজর লেগে শরীর তো ভাঙারই কথা।’’

গত বছরের অক্টোবর মাসে কর্ণ জোহরের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জিগরা’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট এবং বেদাঙ্গ রায়না। সেই ছবির প্রচারের জন্যই কপিল শর্মা সঞ্চালিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন কর্ণ। কর্ণের চেহারা দেখে মশকরা করে কপিল তাঁকে প্রশ্ন করেছিলেন, ‘‘আপনি কি ‘জিগরা’ ছবির নায়ক? আপনার এমন অবস্থা হয়েছে কেন?’’ এই প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি কর্ণ। বরং মশকরা করে সেই উত্তরটি এড়িয়ে যান বলিউডের ছবিনির্মাতা।

Viral Video Karan Johar Bollywood Director

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}