একেই বলে মিরাকেল! পাইপ দিয়ে বাড়ির ছাদে জল দিচ্ছিলেন এক ব্যক্তি। আচমকা দেখলেন, ছাদ থেকে তাঁর ভাই হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছেন। তার পর?
মুহূর্তের মধ্যে পাইপ ফেলে দিয়ে দু’হাত দিয়ে ভাইকে ধরে ফেললেন তিনি। তার পর টাল সামলাতে না পেরে দু’জনেই মাটিতে পড়ে গেলেন। এই ঘটনার আকস্মিকতায় মাটিতেই কয়েক সেকেন্ড বসে রইলেন দাদা। কেরলের মলাপ্পুরম জেলার এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।