Advertisement
E-Paper

রেললাইনের মাঝে শুয়ে রয়েছেন প্রৌঢ়, উপর দিয়ে ছুটে গেল ট্রেন! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনের উপর দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে একটি ট্রেন। তার তলায় শুয়ে রয়েছেন এক জন প্রৌঢ়। ট্রেনটি চলে যাওয়ার পরও তিনি কিছু ক্ষণ উপুড় হয়ে শুয়ে রইলেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:০৮
Kerala man survives narrow escape after lying on tracks as train goes above him, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

রেললাইনে শুয়ে আছেন প্রৌঢ়। উপর থেকে প্রবল গতিতে ছুটে চলেছে ট্রেন। ট্রেন চলে যেতে দিব্যি উঠে দাঁড়ালেন তিনি। রেললাইন ধরে হেঁটে চলেও গেলেন। দেখে মনে হল যেন কিছুই হয়নি। সম্প্রতি এই রকমই একটি ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। ঘটনাটি দেখে চক্ষু চড়কগাছ নেটাগরিকদের। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে কেরলের কন্নুরের পান্নেপারা নামের জায়গায়। সোমবার বিকেল ৫টা নাগাদ, কন্নুর এবং চিরাক্কাল স্টেশনের মাঝের রেললাইন থেকে মেঙ্গালুরু-তিরুঅনন্তপুরম ট্রেনটি যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনের উপর দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে একটি ট্রেন। তার তলায় শুয়ে রয়েছেন এক প্রৌঢ়। ট্রেনটি চলে যাওয়ার পরও তিনি কিছু ক্ষণ উপুড় হয়ে শুয়ে রইলেন। তার পর উঠে পরনের লুঙ্গি ঠিক করতে করতে রেললাইন ধরেই হাঁটা লাগালেন। তাঁকে দেখে মনে হচ্ছিল, উপর থেকে ট্রেন চলে যাওয়া যেন খুবই সাধারণ একটি ব্যাপার। সেই ভিডিয়োই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিয়োটি ভাইরাল হতেই কেরলের রেলপুলিশ প্রৌঢ়ের খোঁজ শুরু করেন। তাঁরা জানতে পারেন যে প্রৌঢ়ের নাম পবিত্রণ, বয়স ৫৬ বছর। তিনি কেরলের চিরাক্কালের বাসিন্দা। ফোনে পুলিশের সঙ্গে প্রৌঢ়ের কথাও হয়। তিনি জানিয়েছেন যে, ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। সেই কারণে তাঁর দিকে ছুটে আসা ট্রেনের আভাস পাননি। যখন বুঝেছেন তখন আর পালানোর সময় ছিল না। বিপদ এড়াতে তিনি লাইনের উপর শুয়ে পড়েন। তাঁর এই ফন্দি কাজেও লেগে যায়। তিনি কোনও চোট পাননি এবং এখন সুস্থ আছেন। প্রৌঢ়ের এই কাণ্ড দেখে অনেকে মনে করেছেন যে তিনি মত্ত অবস্থায় ছিলেন। কিন্তু পুলিশকে পবিত্রণ জানিয়েছেন, তিনি মত্ত অবস্থায় ছিলেন না। প্রাণ বাঁচানোর জন্যই তিনি রেললাইনে শুয়ে পরার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঘটনাটি তাঁর মনে আতঙ্কেরও সৃষ্টি করেছে বলে জানিয়েছেন সেই প্রৌঢ়।

‘ইনফর্মড অ্যালার্ট’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে ভিডিয়োটি প্রচুর মানুষ দেখে ফেলেছেন। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। ঘটনাটিকে ঘিরে সমাজমাধ্যমে হইচই সৃষ্টি হয়েছে।

Kerala train rail police Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy