Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Viral

Viral: কাঁওয়ার যাত্রায় জল নয়, বাবা-মাকে বাঁকে চাপিয়ে তীর্থযাত্রায় গেলেন যুবক

কাঁওয়ার যাত্রায় ধরা পড়ল এক অন্য ছবি। জলের বদলে বাবা-মাকে বাঁকে চাপিয়ে তীর্থযাত্রায় গেলেন এক যুবক।

ছবি টুইটার।

ছবি টুইটার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুলাই ২০২২ ১৪:৩৩
Share: Save:

বাঁক কাঁধে নিয়ে রাস্তায় হেঁটে চলেছেন তীর্থযাত্রীরা। প্রত্যেকের বাঁকেই রয়েছে জল। এটাই তো রীতি। কিন্তু এক তীর্থযাত্রীর বাঁকে জলের কলসির বদলে রয়েছেন এক বৃদ্ধ ও বৃদ্ধা।

হ্যাঁ, কাঁওয়ার যাত্রায় এমনই এক দৃশ্য ধরা পড়েছে। বাঁকে বাবা-মাকে চাপিয়ে কাঁধে করে তীর্থযাত্রায় তাঁদের নিয়ে যাচ্ছেন এক যুবক। এই ভিডিয়ো সাড়া ফেলেছে নেটমাধ্যমে। জানা গিয়েছে, ওই ভক্তের নাম শ্রবণ কুমার।

ভিডিয়োটি টুইট করেছেন আইপিএস অশোক কুমার। ভিডিয়ো টুইট করে আইপিএস লিখেছেন ‘ইদানীং বৃদ্ধ বাবা-মাকে অবহেলা করা হয়। তাঁদের বাড়ি থেকে তাড়িয়েও দেন সন্তানরা। কিন্তু একেবারে বিপরীত ছবি প্রকাশ্যে এল। কাঁওয়ার যাত্রায় আসা লক্ষ লক্ষ ভক্তের মধ্যে শ্রবণ কুমার তাঁর বাবা-মাকে বাঁকে করে এনেছেন।’

এই ভিডিয়ো দেখে আপ্লুত নেটাগরিকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Viral News Viral video Kanwar Yatra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE