চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন বলিপাড়ার কিয়ারা আডবাণী। অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে নায়িকার বিয়ে নিয়ে জোর চর্চা চলছে বি-টাউনে। কিয়ারার নানা ছবি, ভিডিয়ো সমাজমাধ্যমে ঘুরছে। এই আবহে কিয়ারাকে নিয়ে একটি মজার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। স্ত্রীর সঙ্গে কিয়ারার তুলনা করেছিলেন এক যুবক। যা মোটেই পছন্দ করেননি স্ত্রী। দম্পতির ওই খুনসুটিপনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভিডিয়োতে দেখা গিয়েছে, রান্না করছেন এক মহিলা। চোখেমুখে রাগের ছাপ স্পষ্ট। এই সময় তাঁর সঙ্গে অভিনেত্রী কিয়ারার তুলনা করেছেন স্বামী। যে কথা শুনে আরও চটেছেন ওই মহিলা। স্ত্রীর মান ভাঙাতে অনেক চেষ্টাই করছেন যুবক। কিন্তু কিয়ারার সঙ্গে তাঁর তুলনা একেবারেই পছন্দ করেননি।
আরও পড়ুন:
স্ত্রীর উদ্দেশে ওই যুবককে বলতে শোনা গিয়েছে, ‘‘রেগে যেও না ডার্লিং। সরি বললাম তো। ও (কিয়ারা) তো এক জন অভিনেত্রী। আমি যেন ওকে বিয়ে করতে যাচ্ছি!’’ যুবকের এই কথা শুনে অভিমানী স্ত্রীর জবাব, ‘‘যাও না, বিয়ে করো ওকে। তোমায় এখানে থাকতে হবে না।’’
When husband compares his wife with @advani_kiara!
— Praveen#KiaraAdvani #viral #cutecouple pic.twitter.com/JV99Tw6pPg
(@PraveenSarraf_) February 1, 2023
আরও পড়ুন:
স্ত্রীর এই কথা শুনে খুনসুটি করতে ছাড়েননি ওই যুবক। পাল্টা বলেন, ‘‘হ্যাঁ, ও (কিয়ারা) তো আমার সঙ্গে বিয়ে করতে পাগল।’’ এ কথা শুনে স্ত্রী বলেন, ‘‘না, না, ও তোমায় বিয়ে করবেই। সব মেয়েই তো তোমায় বিয়ের জন্য পাগল।’’ যুবক পাল্টা বলেন, ‘‘ওকে অভিনেত্রী হিসাবেই পছন্দ করি। কোনও অভিনেত্রীকে কি আমার ভাল লাগতে পারে না?’’ এর পর স্ত্রী বলেন, ‘‘তা হলে আমার সঙ্গে কিয়ারা আডবাণীর তুলনা করলে কেন, আমি কি অভিনেত্রী?’’
এই কথোপকথনের শেষে রেগে গিয়ে যুবককে তাঁর স্ত্রী বলেন, ‘‘এখান থেকে বেরিয়ে যাও। আজ খাবার পাবে না তুমি।’’ দম্পতির এই ভিডিয়োতে মজেছেন অনেকেই। কেউ কেউ বলেছেন, ‘‘ভাই, ও স্ত্রী, ও যা খুশি করতে পারে।’’