দূরপাল্লার ট্রেনে চেপে সফর করছেন এক তরুণ। মালপত্র রেখে, বার্থে বালিশ-চাদর পেতে ফেলেছেন তিনি। সবেমাত্র বিশ্রাম নিতে শুরু করেছেন, তখনই দেখলেন বালিশের পিছন থেকে উঁকি মারছে একটি ইঁদুর। শুধু তা-ই নয়, বাতানুকূল কামরার ভিতর যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে মূষিকবাহিনী। সঙ্গে সঙ্গে রেলকর্মীর কাছে অভিযোগ জানান তরুণ। এই দৃশ্য ক্যামেরাবন্দি করে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘প্রশান্ত কুমার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় ধরা পড়েছে ট্রেনের একটি বাতানুকূল কামরার দৃশ্য। কামরার ভিতর দৌড়ে বেড়াচ্ছে ইঁদুরের দল। কখনও বার্থের উপর লাফিয়ে উঠছে। কখনও আবার মালপত্রের উপর উঠে পড়ছে। ভিডিয়োটি পোস্ট করে রেল কর্তৃপক্ষের নজর কেড়েছেন যাত্রী। বৃহস্পতিবার ভিডিয়োটি পোস্ট করে তরুণ লিখেছেন, ‘‘এই কারণেই এত খরচ করে বাতানুকূল কামরায় যাতায়াত করি?’’
সংবাদমাধ্যম সূত্রে খবর, এটি সাউথ বিহার এক্সপ্রেসের বাতানুকূল কামরার দৃশ্য। অভিযোগ জানানোর পর এক রেলকর্মী কামরায় কীটনাশক ছড়িয়ে চলে যান। রেলের তরফে আর কোনও পদক্ষেপ করা হয়নি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে রেল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘আমরা এত খরচ করে টিকিট কাটছি। রেল কর্তৃপক্ষের দায়িত্ব কামরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এমন ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলে যাত্রী হিসাবে ভরসা উঠে যায়।’’