মুম্বই পুলিশ তাদের আপৎকালীন হেল্পলাইন নম্বর ১০০-র বিজ্ঞাপন দিয়েছিল। ছবি : টুইটার থেকে।
যখনই বিপদে পড়বেন ১০০ ডায়াল করবেন— খানিকটা এমনই ছিল মুম্বই পুলিশের হেল্পলাইনের বিজ্ঞাপনের বয়ান। যা নিয়ে ইন্টারনেটে ঠাট্টা করেছিলেন এক নেটাগরিক।
ভাষার ফাঁক ফোঁকর খুঁজে তিনি টুইটারে লেখেন, ‘‘আমি চাঁদে আটকে গেছি, সাহায্য পাওয়া যাবে?’’ সেই পোস্ট এবং তাঁর জবাবে মুম্বই পুলিশের পাল্টা টুইট ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
If you encounter any emergencies in life, don't 'intezaar', just #Dial100.#MumbaiPoliceHaina pic.twitter.com/2JrZ0TXEHB
— मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) January 30, 2023
মুম্বই পুলিশ তাদের আপৎকালীন হেল্পলাইন নম্বর ১০০-র বিজ্ঞাপন দিয়েছিল। লিখেছিল, ‘‘যখন কোনও সমস্যায় পড়বেন, হাম হ্যায় না। ১০০ ডায়াল করুন।’’ যদিও বিজ্ঞাপনটি মুম্বই পুলিশের আওতাভুক্ত এলাকার জন্যই তবু বিজ্ঞাপনে কোনও নির্দিষ্ট স্থান উল্লেখ করেনি তারা।৩০ জানুয়ারি ওই পোস্টে র নীচেই মন্তব্য করেন এক নেটাগরিক।
I got stuck here. pic.twitter.com/jCDWkHGHSc
— B.M.S.Khan (@BMSKhan) January 30, 2023
চাঁদের মাটিতে এক মহাকাশচারীর কাল্পনিক ছবি দিয়ে তিনি লেখেন, ‘‘আমি এখানে হারিয়ে গিয়েছি। আমি কি সাহায্য পেতে পারি মুম্বই পুলিশের?’’ মন্তব্যকারী কোন দিকে ইঙ্গিত করছেন তা বুঝে নিয়ে এর পরেই পাল্টা জবাব দেয় মুম্বই পুলিশও। তারা লেখে, ‘‘দুঃখিত এলাকাটা আমাদের ধরা ছোঁওয়ার বাইরে। তবে আপনি যে আমাদের পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত এত্তখানি ভরসা করেছেন তার জন্য আমরা গর্ববোধ করছি।’’
This one is really not under our jurisdiction.
— मुंबई पोलीस - Mumbai Police (@MumbaiPolice) January 30, 2023
But we are glad that you trust us to the moon and back. :) https://t.co/MLfDlpbCd8
মুম্বই পুলিশের এই জবাবের তারিফ করেছেন অনেকেই। নেটাগরিকদের বক্তব্য, সামান্য ভুল করলেও সমালোচনা মজাচ্ছলেই সামলেছে তারা।