তরুণের পরনে রাজপোশাক। চারদিক থেকে ভেসে আসছে ঢোলের আওয়াজ। ঘোড়ায় চেপে সোজা প্রেক্ষাগৃহে ঢুকে পড়লেন তরুণ। তাঁর কাণ্ড দেখে প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকেরা তাঁদের ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করেন। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়ে সেই ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘সন্দীপকাপড়ে’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, রাজপোশাক পরে ঘোড়ায় চেপে এক তরুণ প্রেক্ষাগৃহে ঢুকে পড়েছেন। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত অন্য দর্শকেরা। ঘটনাটি নাগপুরের একটি প্রেক্ষাগৃহে ঘটেছে। ভিডিয়োয় ধরা পড়েছে, প্রেক্ষাগৃহের পর্দায় চলছিল ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ ছবিটি। সেই ছবিটিই দেখতে গিয়েছেন তরুণ। আসলে তিনি ভিকির অনুরাগী।
প্রেমদিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইতিহাস-নির্ভর ছবি ‘ছাওয়া’। মরাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই ছবির চিত্রনাট্য। এই ছবিতে সম্ভাজির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ভিকিকে। ভিকির বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী ফিল্মজগতের অভিনেত্রী রশ্মিকা মন্দনা। এই ছবিতে যেসুবাই ভোঁসলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মুঘল সাম্রাজ্যের শাসক ঔরঙ্গজ়েবের চরিত্র বড় পর্দায় ফুটিয়ে তুলেছেন বলি অভিনেতা অক্ষয় খন্না।
‘ছাওয়া’ ছবিতে ভিকির অভিনয় দেখে তরুণ অনুরাগী এতটাই মুগ্ধ হয়ে পড়েছেন যে, চরিত্রের সাজপোশাক অনুকরণ করে তিনিও ঘোড়ায় চেপে ঢুকে পড়েছেন সিনেমা দেখতে। ভিডিয়োটি দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘তারকাদের প্রতি ভালবাসা প্রকাশ করতে লোকজন কত কী করেন! ঘোড়া নিয়ে প্রেক্ষাগৃহে এ ভাবে ঢোকার অনুমতি তাঁকে কে দিলেন?’’