Advertisement
E-Paper

ছ’ঘণ্টার মধ্যে ৫৮৩ জন পুরুষের শয্যাসঙ্গী! যন্ত্রণায় কাতর হয়ে দুষ্টু তারকাকে ভর্তি হতে হল হাসপাতালে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছু দিন আগে ছ’ঘণ্টার মধ্যে ৫৮৩ জন পুরুষের শয্যাসঙ্গী হয়েছিলেন অ্যানি। তার কিছু দিন পরেই অতিরিক্ত রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ০৭:৩৬
Onlyfans star from Australia hospitalised after sleeping with 583 men in six hours

ছবি: সংগৃহীত।

ছ’ঘণ্টার মধ্যে ৫৮৩ জন পুরুষের শয্যাসঙ্গী! হাসপাতালে ভর্তি হতে হল দুষ্টু ওয়েবসাইটের তারকা অ্যানি নাইটকে। বললেন, ‘‘শরীরের আর ধকল নেওয়ার ক্ষমতা ছিল না।’’ ২৭ বছর বয়সি অ্যানি অস্ট্রেলিয়ার বাসিন্দা। দুষ্টু ওয়েবসাইট ‘ওনলিফ্যানস’-এর নামকরা তারকাও বটে। নিজেকে ‘অস্ট্রেলিয়ার সবচেয়ে যৌন ভাবে সক্রিয় মহিলা’ বলে দাবি করেন অ্যানি। সেই অ্যানির এ ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে তাঁর ভক্তকুলে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছু দিন আগে ছ’ঘণ্টার মধ্যে ৫৮৩ জন পুরুষের শয্যাসঙ্গী হয়েছিলেন অ্যানি। তার কিছু দিন পরেই অতিরিক্ত রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। কিন্তু এখন কেমন আছেন অ্যানি? একটি পডকাস্টে অ্যানি বলেছেন, ‘‘আমি খুব একটা ভাল নেই। চ্যালেঞ্জের পর থেকে আমার প্রচুর রক্তপাত হচ্ছে। আমার শরীরের কিছু অংশ কেটেও গিয়েছে।”

স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ওই পডকাস্টে অ্যানি চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। দাবি করেছেন, প্রতি ঘণ্টায় সর্বাধিক সংখ্যক পুরুষের শয্যাসঙ্গী হওয়ার পুরনো রেকর্ড ভেঙেছেন তিনি। গড়েছেন নতুন নজির। অ্যানির কথায়, ‘‘আমি বিশ্বরেকর্ড ভেঙে ফেলেছি কারণ প্রতি ঘণ্টায় ৯৭ জন পুরুষের সঙ্গে সঙ্গম করেছি, যা আমার মনে হয় না অন্য কেউ কোনও দিন করেছে।’’

অ্যানির মতো একই পরিস্থিতিতে পড়তে হয়েছিল দুষ্টু তারকা বনি ব্লুকেও। চলতি বছরের শুরুতে বনি দাবি করেছিলেন যে, ১২ ঘণ্টায় ১০৫৭ জন পুরুষকে শয্যাসঙ্গী করে রেকর্ড ভেঙেছেন তিনি। এর পর তাঁকেও শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয় বলে সে সময় জানিয়েছিলেন বনি।

Bizarre Incident Bizarre Facts OnlyFans Star
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy