খাঁচায় থাকা পশুরাজের খাবারে হাত! নাগাড়ে উত্ত্যক্ত করার চেষ্টা। কেরামতি দেখাতে বিপদে পড়লেন যুবক। তাঁর হাতে থাবা মারল ভয়ঙ্কর সিংহ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খাঁচার ভিতরে বন্দি রয়েছে বিশাল সিংহ। তার সামনে খাবার রাখা। খাঁচাটিতে সামান্য ফাঁক রয়েছে। আর সেই ফাঁক দিয়ে হাত গলিয়ে সিংহটিকে উত্ত্যক্ত করছেন এক যুবক। নাগাড়ে পশুরাজের খাবারে হাত দেওয়ার চেষ্টা করছে। সিংহটিও যুবককে দেখে গর্জন করে চলেছে। এর পর বিরক্ত হয়ে যুবকের হাতে থাবা বসায় সিংহটি। সিংহের নখের খোঁচায় যুবকের হাতের পাতা রক্তাক্ত হয়ে যায়। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যান ওই যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
২৬ সেকেন্ডের সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যাডাম’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন যুবকের কাণ্ড দেখে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যেমন কর্ম, তেমন ফল। যুবক উচিত শিক্ষা পেয়েছেন। আর কোনও দিন কোনও হিংস্র প্রাণীকে উত্ত্যক্ত করবেন না।’’