দোকানে ঢুকে জিন্স চুরি করে পরে নিয়েছিলেন তরুণী। ধরাও পড়েছিলেন। টান দিয়ে পরনের সেই জিন্স খুলে দিয়েছিলেন দোকানের মহিলা কর্মীরা। আর তা করেই চমকে গেলেন তাঁরা। মারধরও জুটল তরুণীর কপালে। কিন্তু তরুণীর পরনের জিন্স খুলে নিতে কেন চমকে গিয়েছিলেন দোকানের কর্মীরা? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পোশাকের দোকানে জিন্স চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক তরুণী। তাঁকে মারধর করছেন সেই দোকানের মহিলা কর্মীরা। দোকানের কর্মীরা বুঝতে পারেন জিন্স চুরি করে সেটি পরে নিয়েছেন ওই তরুণী। টান দিয়ে তরুণীর পরনের জিন্স খুলে দেন তাঁরা। এর পর হতবাক হয়ে যান ওই কর্মীরা। দেখেন একাধিক জিন্স চুরি করেছেন তরুণী। একটি জিন্সের তলায় পরে রয়েছেন আরও জিন্স। এর পর তরুণীকে আরও চড়-থাপ্পড় মারতে শুরু করেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সেকেন্ড বিফোর ডিজ়াস্টার’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন ভিডিয়োটি দেখে। তরুণীর আচরণের নিন্দা করেছেন কেউ কেউ।