জঙ্গল থেকে জেসিবির সাহায্যে মাটি তোলা হচ্ছিল। কিন্তু মাটির সঙ্গেই উঠে এল ভয়ঙ্কর আকৃতির অজগর। ক্রেন দিয়ে মাটি খোঁড়ার সময় যন্ত্রে আটকে যায় সাপটি। ছটফট করতে থাকে সে। শিহরন জাগানো সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে দাবি, ঘটনাটি ব্রাজিলের এবং যে সাপটি উদ্ধার হয়েছে সেটি ৩৪ ফুট লম্বা। ওজন প্রায় ৪৫০ কেজি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে মাটি কাটা হচ্ছে। জেসিবির যে অংশ দিয়ে মাটি কাটা হয়, হঠাৎই সেখানে জড়িয়ে যায় একটি বিশাল অজগর। দৈত্যাকার অজগরটি ছটফট করতে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রাইট সিংহ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ওই পোস্টে লেখা, ‘‘৩৪ ফুট লম্বা এবং প্রায় ৪৫০ কেজি ওজনের অ্যানাকোন্ডা ব্রাজিলের একটি নির্মাণস্থলে উদ্ধার হয়েছে।’’ যদিও বিশেষজ্ঞদের দাবি, সাপটি অ্যানাকোন্ডা নয়। একটি ‘রেটিকুলেটেড পাইথন’। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচই পড়েছে। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে।