ভারত-পাক পরিস্থিতি নিয়ে আলোচনা চলাকালীন ‘সন্ত্রাসবাদ এবং গণতন্ত্রের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান’ নিয়ে কথা হওয়ার সময় বিতর্কসভা ছাড়লেন সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার! সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
সম্প্রতি ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের একটি টক শো-এ যোগ দিয়েছিলেন হিনা। সেখানে উপস্থিত ছিলেন ভারতীয় পডকাস্টার রণবীর ইলাহবাদিয়া। ছিলেন এক খ্যাতনামী ভারতীয় সাংবাদিকও। ভাইরাল সেই ভিডিয়োয় পাকিস্তানকে নিশানা করে ভারতীয় ওই সাংবাদিককে বলতে শোনা যায়, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের জনগণ তৃতীয় বারের জন্য নির্বাচিত করেছেন। আপনাদের দেশের মতো নয়, যেখানে সেনাবাহিনী প্রধানমন্ত্রী নির্বাচন করে এবং তার পর তাঁদের কারাগারে অথবা নির্বাসনে পাঠানো হয়।’’
আরও পড়ুন:
মাঝখানে হিনা কিছু বলতে যান কিন্তু তাঁকে থামিয়ে আবার বলতে শুরু করেন ভারতীয় সাংবাদিক। কটাক্ষ করেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফকেও। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আপনাদের প্রতিরক্ষামন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে পাকিস্তান সন্ত্রাসবাদকে ‘নীতিগত হাতিয়ার’ হিসাবে ব্যবহার করেছে। আপনার দেশ অন্যের যুদ্ধের জন্য সন্ত্রাসবাদ ব্যবহার করে। এখন তারা এর পরিণতি ভোগ করছে।’’ এর উত্তরে কোনও কথা বলতে পারেননি হিনা। লাইভ শো ছেড়ে বেরিয়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। পাকিস্তানের শাসনব্যবস্থা এবং গণতন্ত্র নিয়ে কটাক্ষ করেছেন নেটাগরিকেরা। পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ তুলেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।