ভয়ঙ্কর পোষ্য রাখার শখ। কিনে এনেছিলেন বিশালাকার এক সিংহ। ঠিক করেছিলেন বাড়ির বাগানে খাঁচা বানিয়ে রাখবেন পশুরাজকে। কিন্তু তাকে কিনে আনার কয়েক দিনের মাথায় মালিককেই মেরে খেয়ে ফেলল সিংহটি। বৃহস্পতিবার দক্ষিণ ইরাকের নজাফে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার নজাফের কুফা শহরের এক বাসিন্দাকে মেরে শরীরের বেশির ভাগ অংশ খুবলে খেয়ে নেয় তাঁরই পোষা সিংহ। নজাফ পুলিশের মুখপাত্র মুফিদ তাহির স্থানীয় সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত প্রৌঢ়ের নাম আকিল ফখর আল-দিন (৫০)। বিগত বেশ কয়েক বছর ধরে বাড়ির বাগানে সিংহ এবং অন্যান্য বন্যপ্রাণী পুষতেন তিনি। কয়েক দিন আগেই বাড়ির বাগানে রাখার জন্য আকিল একটি সিংহ কিনে এনেছিলেন। কিন্তু বৃহস্পতিবার সেই সিংহই তাঁর উপর আকস্মিক হামলা চালায় এবং তাঁকে নৃশংস ভাবে মেরে খেয়ে ফেলে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আকিলের চিৎকার শুনে তাঁর এক প্রতিবেশী দৌড়ে আসেন এবং গুলি করে সিংহটিকে হত্যা করেন। আকিলকে উদ্ধার করে নজাফের আল-সদর মেডিক্যাল সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা আকিলকে মৃত বলে ঘোষণা করেন।
নজাফ পুলিশের মুখপাত্র মুফিদ একটি বিবৃতি প্রকাশ করে বলেন, ‘‘নজাফের কুফা শহরের এক বাসিন্দাকে বাড়ির বাগানে আক্রমণ করে তাঁরই পোষা সিংহ। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর।’’ বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন মুফিদ।
উল্লেখ্য, বহু বছর ধরেই অবৈধ বন্যপ্রাণী পাচারের মতো অপরাধের সঙ্গে লড়াই করছে ইরাক। চোরাকারবারিরা নিয়মিত ভাবে দেশের বিভিন্ন জায়গা থেকে বন্যপ্রাণী ধরে তা পাচার করে বলে অভিযোগ উঠে আসছে বার বার।