মেট্রো স্টেশনে থেকে থেকে প্রেমিকার পা ধরছেন তরুণ। প্রণাম করছেন প্রেমিকার পায়ে হাত দিয়ে। অন্য দিকে, প্রেমিকা আনন্দে নাচছেন। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছেন এক যুগল। তরুণী দাঁড়িয়ে রয়েছেন। তাঁর হাতে এখটি ফুলের তোড়া। তরুণীর পায়ের কাছে বসে রয়েছেন তরুণ। এর পর ওই তরুণ হঠাৎই প্রেমিকার পা ধরে ফেলেন। থেকে থেকে প্রণাম করতে থাকেন প্রেমিকাকে। তরুণী প্রথমে অবাক হয়ে গেলেও তার পরে খুশিতে ডগমগিয়ে ওঠেন। প্ল্যাটফর্মেই নাচতে শুরু করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সত্যেন্দ্র প্রতাপ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার তরুণের কাণ্ডকে ‘পাকামি’র তকমা দিয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আমি অবিলম্বে এই ছেলেটির পুরুষত্বের সার্টিফিকেট বাতিল করছি।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কী সুন্দর শিক্ষা। সকল বাবা-মা যেন সন্তানকে এ রকম শিক্ষা দেন।’’ তৃতীয় এক ব্যক্তি আবার লিখেছেন, ‘‘এটা প্রেম নয়, এটাকে দাসত্ব বলে।’’