Advertisement
E-Paper

১৫ ফুটের জ্যান্ত কুমিরকে মূর্তি ভেবে নিজস্বী তোলার চেষ্টা! টেনে নিয়ে গেল ‘জলের রাজা’, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৯ বছর বয়সি ওই যুবক সম্প্রতি কাবুগ ম্যানগ্রোভ পার্কে ঘুরতে গিয়েছিলেন। ঘুরে বেড়ানোর সময় একটি জলাভূমিতে কুমিরের একটি ‘মূর্তি’ দেখতে পান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১১:৩৪
Video of man went to take selfie with crocodile after mistaken it as a statue, what happen next

ছবি: এক্স থেকে নেওয়া।

জ্যান্ত কুমিরকে মূর্তি ভেবে নিজস্বী তুলতে গিয়েছিলেন! সম্বিত ফিরল কামড় খেয়ে। ৫০টিরও বেশি সেলাই পড়ল যুবকের গায়ে, হাতে, পায়ে। অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সের জাম্বোয়াঙ্গা সিবুগে জলাভূমির পর্যটনকেন্দ্র কাবুগ ম্যানগ্রোভ পার্কে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৯ বছর বয়সি ওই যুবক সম্প্রতি কাবুগ ম্যানগ্রোভ পার্কে ঘুরতে গিয়েছিলেন। ঘুরে বেড়ানোর সময় জলাভূমিতে কুমিরের ‘মূর্তি’ দেখতে পান তিনি। ‘মূর্তি’টি এতটাই প্রাণবন্ত দেখাচ্ছিল যে, সেটির সঙ্গে নিজস্বী তুলতে জলে নেমে পড়েন। কিন্তু যুবক ঘুণাক্ষরেও টের পাননি যে, মূর্তি ভেবে তিনি যার সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছেন আদতে সেটি ১৫ ফুট লম্বা জ্যান্ত একটি কুমির। নিজস্বী তোলার কয়েক সেকেন্ডের মধ্যেই কুমিরটি লাফিয়ে আক্রমণ করে যুবককে। প্রাণ বাঁচাতে চিৎকার করে ওঠেন তিনি। প্রাণীটি তাঁকে গভীর জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন পার্কের কর্মীরা। ‘জলের রাজা’র সঙ্গে লড়াই করে অবশেষে যুবককে তার কবল থেকে উদ্ধার করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, উদ্ধারের পর রক্তাক্ত এবং আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয় যুবককে। ক্ষতস্থানে ৫০টিরও বেশি সেলাই পড়েছে তাঁর।

ফিলিপিন্সের এক পুলিশকর্তা সেই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেছেন সমাজমাধ্যমে। একাধিক সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকেও ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। যুবকের নির্বুদ্ধিতা দেখে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Viral Video Crocodile Viral Video philippine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy