মেয়েকে হয়রানির অভিযোগ। অভিযুক্ত যুবককে প্রকাশ্য রাস্তায় মার মায়ের। ৯ সেকেন্ডের মধ্যে ১৫ বার জুতোপেটা করলেন তিনি। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হামিরপুরের মুসকারা থানা এলাকায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই ফেলেছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামিরপুরের স্থানীয় ওই যুবকের নাম শিবকুমার সাহু। অভিযোগ, বিগত কয়েক দিন ধরেই স্থানীয় এক তরুণীকে উত্ত্যক্ত করছিলেন তিনি। ওই তরুণী তাঁর মাকে পুরো বিষয়টি জানালে তিনি শিবের কাছে যান। রাস্তাতেই শিবকে মারধর শুরু করেন তরুণীর মা। জুতোপেটাও করেন। তাঁদের ঘিরে স্থানীয়দের ভিড় জমে যায়। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শিব নামের ওই যুবককে মারধর করছেন ওই তরুণীর মা। পর পর জুতোর বাড়ি মারছেন তাঁকে। শিবকে ৯ সেকেন্ডে ১৫ বার জুতো মারতেও দেখা গিয়েছে মহিলাকে।
ভিডিয়োটি সমাজমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকেই অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সরব হয়েছেন।
ওই তরুণী বা তাঁর পরিবারের সদস্যেরা কোনও অভিযোগ দায়ের না করলেও পুলিশ শিবকে আটক করেছে বলে খবর। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণী বা তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে হামিরপুর পুলিশ এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছে, ‘‘সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োর ভিত্তিতে মুসকারা পুলিশ অভিযুক্ত শিবকুমার সাহুকে চিহ্নিত করেছে। ভুক্তভোগী বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’