শারীরিক ভাবে সক্ষম যাঁরা, তাঁদের প্রতিবন্ধী কামরায় ভ্রমণ করা আইনত নিষিদ্ধ। আবার কেউ কেউ আছেন যাঁরা সক্ষম হওয়া সত্ত্বেও অনেকেই ট্রেনে আসন না পেয়ে জোর করে প্রতিবন্ধী ব্যক্তি কামরায় প্রবেশ করেন। সে রকমই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে এক তরুণ দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী কামরা থেকে বেরিয়ে আসছেন। তাঁকে ট্রেন থেকে নামার সময় বেঁকেচুরে হাঁটতে দেখা গিয়েছে। ভাবখানা এমন, যেন তিনি সত্যিই প্রতিবন্ধী। তার পর যা ঘটল তা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের প্রতিবন্ধী কামরার গেটে বসে থাকা তরুণ নামার সময় প্রথমে চারপাশে তাকান। তার পর একজন প্রতিবন্ধী ব্যক্তির মতো আচরণ করে এগিয়ে যেতে শুরু করেন। যখন তিনি নিশ্চিত হন যে সেখানে কোনও টিকিট পরীক্ষক বা রেলের কর্মী উপস্থিত নেই, তখন তিনি হঠাৎ করে সোজা হয়ে দাঁড়িয়ে সুস্থ-সবল ব্যক্তির মতো হাঁটতে শুরু করেন। ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তা দেখে সমালোচনায় মুখর হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য বিভাগ ভরিয়ে তুলেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এত ‘সৎ’ মানুষ কোথা থেকে আসেন?” দ্বিতীয় ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই ধরনের ঘটনা প্রতিবন্ধীদেরও সন্দেহের মুখে ফেলে দেয়।’’ তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, ‘‘যত তাড়াতাড়ি সম্ভব এঁকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত, যাতে তিনি প্রতিবন্ধীদের নামে প্রতারণা বন্ধ করেন।’’