Advertisement
০৩ মে ২০২৪
Delivery Boy

চলাফেরা স্বাভাবিক নয়, তবু সময়ে খাবার পৌঁছে দেন দোরগোড়ায়! এই ‘ডেলিভারি বয়’ বিশেষ ভাবে সক্ষম

জনপ্রিয় বেসরকারি খাবার সরবরাহকারী সংস্থার এক অন্যরকম ‘ডেলিভারি বয়’-এর খোঁজ পেয়ে আপ্লুত নেটাগরিকেরা। তাঁরা জানিয়েছেন, এমন ঘটনা আরও বেশি করে দেখতে চান তাঁরা।

ছবি: এক্স (সাবেক টুইটার)।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২০
Share: Save:

তাঁর পা বাকিদের মতো এগোতে পারে না। তা বলে যথাসময়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে একটুও অসুবিধা হয় না তাঁর। বিশেষ ভাবে তৈরি বাইকে চেপে তিনি দিব্যি ঘুরে বেড়ান শহরের রাস্তা ঘাটে। রেস্তরাঁ, দোকান থেকে খাবার নিয়ে পৌঁছে দেন ক্রেতার বাড়ির দোরগোড়ায়।

জনপ্রিয় বেসরকারি খাবার সরবরাহকারী সংস্থার এক অন্যরকম ‘ডেলিভারি বয়’-এর খোঁজ পেয়ে আপ্লুত নেটাগরিকেরা। তাঁরা জানিয়েছেন, এমন ঘটনা আরও বেশি করে দেখতে চান তাঁরা।

নারায়ণ কন্নান নামে এক এক্স হ্যান্ডেল ব্যবহারকারী ওই খাবার সরবরাহকারীর ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে সংস্থার পোশাক পরে তাঁর জন্য তৈরি বিশেষ বাইকে বসে আছেন হাসিমুখে। নারায়ণ জানিয়েছেন, ওই যুবকের উত্থানের কাহিনিও অনুপ্রেরণা দেওয়ার মতো।

এই ধরনের পদক্ষেপের জন্য খাবার সরবরাহকারী অনলাইন সংস্থাটির প্রশংসাও করেছেন নারায়ণ। পাশাপাশি সংস্থার সিইও দীপিন্দ্র গোয়েলের নাম উল্লেখ করে লিখেছেন, এমন জিনিস তারা আরও বেশি করে দেখতে চান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delivery Boy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE