অবতরণের সময়ের ছবি।
মাঝপথে ইঞ্জিন খারাপ হয়ে যাওয়া একটি প্লেনকে রান ওয়ের অভাবে ব্যস্ত রাস্তাতেই অবতরণ করালেন চালক!
দুর্ঘটনা এড়াতে জরুরি পরিস্থিতিতে ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তা করতে গিয়ে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। রাস্তায় চলা গাড়ির সঙ্গে ধাক্কা লাগতে পারত প্লেনটির। আহত হতে পারতেন পথচারীরাও। যদিও শেষপর্যন্ত এর কোনোটিই হয়নি।
আমেরিকার নর্থ ক্যারোলিনার সোয়েইন কাউন্টির আকাশে উড়ছিল বিমানটি। জরুরি ভিত্তিতে তার সেই অবতরণের মুহূর্তটি একটি ভিডিয়োর মাধ্যমে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যাতে দেখা যাচ্ছে, রাস্তার গাড়ি বাঁচিয়ে এবং পথচারীদের বাঁচিয়ে ট্রাফিক সিগন্যাল নিখুঁত ভাবে মেনে বিমানটি শেষ পর্যন্ত সফল ভাবে মাটি স্পর্শ করছে।
ইঞ্জিন কাজ করছে না জানার পরও, কী করে বিপদের মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখেছেন চালক সেই প্রশ্ন তুললেও চালকের মুন্সিয়ানার মুগ্ধ হয়েছেন দর্শকেরা।
চালকের নাম ভিনসেন্ট ফ্রেজার। তিনি তাঁর শ্বশুরকে পাশে বসিয়ে ব্যক্তিগত বিমানে সফরে বেরিয়েছিলেন। কিন্তু মাঝপথে হঠাৎই বুঝতে পারেন ইঞ্জিন কাজ করছে না। ভিনসেন্ট বলেছেন, সে সময়ে একটাই চিন্তা ঘুরছিল আমার মাথায়-- আমার সঙ্গীকে বাঁচাতে হবে। আবার রাস্তায় থাকা গাড়িগুলোকে এড়াতে হবে।
ভিনসেন্টের সেই চেষ্টা সফল হয়েছে। কি ভাবে ত দেখার জন্য রইল ভিডিওটি।