প্রেমিকের সন্তানের মা হবেন আর কয়েক দিন পরেই। ঠিক তার আগেই সেই প্রেমিকের সত্য প্রকাশ্যে আসায় হৃদয় ভাঙল অস্ট্রেলীয় মহিলার। গৃহহীনও হয়ে পড়লেন। জানতে পারলেন, যে প্রেমিককে তিনি এক জন সফল ব্যবসায়ী বলে মনে করতেন, তিনি আসলে এক জন প্রতারক। আর শুধু তিনি একাই নন, অন্য মহিলারাও তাঁর প্রেমিকের প্রতারণার শিকার হয়েছেন। আলাদা আলাদা মহিলাদের সঙ্গে সাত সন্তানও রয়েছে তাঁর।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের বাসিন্দা ওই মহিলার নাম কাসান্দ্রা তৌলাকি। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সম্পর্ক নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তিনি। জানিয়েছেন, তাঁর প্রেমিক এক জন প্রতারক এবং কিন্তু সে কথা তিনি ঘুণাক্ষরেও টের পাননি। কাসান্দ্রা জানিয়েছেন, ২০২৩ সালের শেষের দিকে তাঁর এক যুবকের সঙ্গে পরিচয় হয়। যুবক নিজেকে মার্কাস বেনেট হিসাবে পরিচয় দিয়েছিলেন। জানিয়েছিলেন, তিনি সফল ব্যবসায়ী। এর আগে ইঞ্জিনিয়ার হিসাবে পশ্চিম এশিয়ায় চাকরি করতেন বলেও জানান। দাবি করেন, তার আগে অস্ট্রেলিয়ার সেনাবাহিনীতে ছিলেন। এমনকি, সামরিক পোশাক পরা নিজের ছবিও দেখিয়েছিলেন। কাসান্দ্রার মনে হয়েছিল, তিনি মনের মানুষ খুঁজে পেয়ে গিয়েছেন। এর পর তাঁদের প্রেমপর্ব শুরু হয়। মার্কাসের সন্তানের মা হওয়ারও সিদ্ধান্ত নেন সম্প্রতি। আর তার পরেই মনের মানুষের আসল সত্য তিনি জানতে পারেন।
আরও পড়ুন:
কাসান্দ্রা জানতে পারেন, প্রেমিক তাঁকে যে নাম বলেছিলেন, তা ভুয়ো। এমনকি তাঁর বয়স, ঠিকানা, পেশা, পরিবার নিয়েও ভুরি ভুরি মিথ্যা বলেছিলেন। ভুয়ো নাম ব্যবহার করে এর আগেও একাধিক মহিলার সঙ্গে প্রতারণা করেছেন তিনি। আলাদা আলাদা মহিলার সঙ্গে সাত সন্তানও রয়েছে তাঁর। ওই যুবকের জন্য বসতবাড়ি পর্যন্ত খুইয়েছেন বলে কাসান্দ্রা জানিয়েছেন।
‘ডেলি মেল অস্ট্রেলিয়া’র সঙ্গে কথা বলার সময় হতাশ কাসান্দ্রা বলেন, ‘‘আপনারা চলচ্চিত্র এবং তথ্যচিত্রে যেমন জিনিস দেখতে পান, আমার সঙ্গে তেমনটাই ঘটেছে। আমি বিশ্বাস করতে পারছি না। আমি এমন এক জন ব্যক্তির প্রেমে পড়েছিলাম যে প্রতারক। ওর সন্তান আমার গর্ভে। এক সপ্তাহ পর সন্তান জন্ম নেবে। ওকে আমি কী বলব?’’
আরও পড়ুন:
ভগ্নহৃদয় কাসান্দ্রার পরামর্শ, কাউকে চট করে বিশ্বাস করা উচিত নয়। কারও সঙ্গে প্রেম করার আগে তাঁর সম্পর্কে খুঁটিনাটি জেনে তবেই এগোনো উচিত। না হলে তাঁর মতো হাল হতে পারে অন্যদেরও।