Advertisement
১৭ জুন ২০২৪
Find Mice and Mushroom

কঠিন চ্যালেঞ্জ! ছড়ানো পাতার আড়ালে লুকিয়ে ইঁদুর আর ব্যাঙের ছাতা, খুঁজে বের করুন দেখি

সাধারণত এই ধরনের চোখের ধাঁধায় কোনও একটি বা এক ধরনের জিনিস খুঁজে বের করতে বলা হয়। কিন্তু এখানে ব্যাপারটা ততটা সহজ নয়।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৩ ২৩:৪৬
Share: Save:

এই ধাঁধা অন্য চোখের ধাঁধার থেকে একটু বেশি কঠিন। কারণ এই ধাঁধায় খুঁজে বার করতে হবে অনেক কিছু। অথচ সময় বড় অল্প।

সাধারণত এই ধরনের চোখের ধাঁধায় কোনও একটি বা এক ধরনের জিনিস খুঁজে বের করতে বলা হয়। কিন্তু এখানে ব্যাপারটা ততটা সহজ নয়। এখানে ছবি জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন আকারের পাতার আড়ালে আবডালে লুকিয়ে রাখা আছে ৪টি ইঁদুর আর ৫টি ব্যাঙের ছাতা। এই সব কিছুই খুঁজে বার করতে হবে বাঁধা ধরা সময়ের মধ্যে।

খুঁজে বার করুন ইঁদুর এবং ব্যাঙের ছাতা। সৌজন্যে ইউটিউব।

গ্রাফিক শিল্পী গার্গল ডুদাস বানিয়েছেন এই কঠিন ধাঁধা। সময়ও বেঁধে দিয়েছেন তিনিই। 9 সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে ওই ৪টি ইঁদুর আর ৫টি ব্যাঙের ছাতা। এক এক সেকেন্ড এক একটি জিনিস খুঁজে নেওয়ার জন্য। কঠিন ঠিকই। তবে একটু মনোযোগ দিলেই পারবেন। তবে তার পরেও ব্যর্থ হলে দেখে নিন সমাধান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE