অতিরিক্ত কৌতূহলেই বিপদ। রাস্তা দিয়ে হেলেদুলে যেতে যেতে একটি নীল ড্রাম নজরে পড়ে ষাঁড়ের। ড্রামের ভিতর কোনও খাবার পাওয়া যেতে পারে সেই আশায় শিং দুলিয়ে পুরো মাথাই ভিতরে ঢুকিয়ে দেয় ষাঁড়টি। ড্রামটি ফাঁকা দেখে হতাশ হয়ে পড়ে সে। মনের দুঃখে মাথা বার করতে গিয়ে সে পড়ে অন্য বিপদে। শত চেষ্টা করেও ড্রামের ভিতর থেকে মাথা বার করতে পারছে না সে। ঘাড় ঘুরিয়ে হরেক রকম কায়দা করেও নিজেকে উদ্ধার করতে ব্যর্থ হল ষাঁড়টি।
আরও পড়ুন:
মাথায় ড্রাম আটকে যাওয়া অবস্থায় দৌড় লাগাল সে। সোজা বাজারে পৌঁছোতেই ছোটাছুটি করে সেখানকার স্থানীয়দের ব্যতিব্যস্ত করে তুলল ষাঁড়টি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মঞ্চ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বাজারের মধ্যে একটি ষাঁড় ছোটাছুটি করছে। তার মাথায় আটকে রয়েছে একটি নীল রঙের ড্রাম। ড্রামের ভিতর মাথা ঢোকানোর পর আর বার করতে পারছে না সে। বিপদে পড়ায় আরও খেপে গিয়েছে ষাঁড়টি। বাজার জুড়ে এ দিক-ও দিক দৌড়ে বেড়াচ্ছে সে।
এই ঘটনাটি রাজস্থানের সিকার জেলার একটি গ্রামে ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েক জন গ্রামবাসী ষাঁড়টিকে বাগে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। তাঁদের দিকেই তেড়ে যাচ্ছিল ষাঁড়টি। পরে আরও কয়েক জন মিলে ষাঁড়টিকে টেনে নিয়ে রাস্তার ধারের একটি দেওয়ালের দিকে নিয়ে যান। তার পর হাতুড়ি দিয়ে পিটিয়ে ড্রামটি ভেঙে ফেলার চেষ্টা করেন তাঁরা। ১০ মিনিটের ক্রমাগত চেষ্টায় ষাঁড়ের মাথা থেকে ড্রামটি বার করা হয়। উদ্ধার করা হয় শিবের বাহনকে।