জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল একদল হাতি। মাঠ পেরিয়ে পাকা রাস্তায় উঠে পড়ে তারা। সেই রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণী। একদল দাঁতাল তাঁর দিকে তেড়ে আসছে দেখে রাস্তায় স্কুটি ফেলে উল্টো দিকে দৌড় দিলেন তিনি। সেই সময় একই পথ দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন অন্য এক তরুণী।
হাতির দলের সামনে স্কুটি নিয়ে থামতেই তাঁকে দেখে ভয়ে চমকে গেল হাতিরা। সঙ্গে সঙ্গে সেখান থেকে লেজ গুটিয়ে দৌড়ে পালিয়ে গেল দাঁতালের দল। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সনাতন_কন্নড়’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একদল হাতি লোকালয়ে ঢুকে পড়েছে। সেই সময় রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণী। তাঁকে দেখে সে দিকেই তাড়া করে ছুটছিল দাঁতালের দল।
হাতিদের আক্রমণের হাত থেকে বাঁচতে রাস্তায় স্কুটি ফেলে উল্টো দিকে দৌড় লাগালেন সেই তরুণী। কিন্তু হাতির দল হঠাৎ করে থমকে গেল। একই পথ দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক তরুণী। স্কুটি নিয়ে হাতির দলের সামনে দাঁড়িয়ে পড়লেন তিনি। তরুণীকে দেখে ভয় পেয়ে গেল হাতিরা।
আরও পড়ুন:
তরুণীকে পাশ কাটিয়ে লেজ গুটিয়ে সেখান থেকে দৌড়ে পালাল একদল দাঁতাল। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির বন্যা উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হাতিও তা হলে মহিলাদের দেখে ভয় পায়!’’