—প্রতীকী চিত্র।
ফল দিয়ে চা বানানো! এ আর নতুন কি আমরা তো আকছার লেবু চা খাচ্ছি! বলতেই পারেন বাঙালি। তা ছাড়া এখন বিদেশি ধাঁচের ক্যাফেগুলিতে বিদেশি ফলের ফ্লেভার দেওয়া চা-ও পাওয়া যায় আকছার। কেউ স্ট্রবেরি টি খান তো কেউ ব্লুবেরি, কমলা লেবু বা আমের গন্ধওয়ালা চা-ও খুঁজলেই পাওয়া যাবে। তা হলে এই চায়ে নতুন কী আছে?
এই চায়ে আছে দামি ক্যাফেতে না গিয়েও পকেট বাঁচিয়ে সুন্দর ভাবে সাজিয়ে দেওয়া ফলের রসসিক্ত চা খাওয়ার সুখ। কাচের কারুকাজ করা কাপে প্রথমে লেবুর রস, তার পরে আনারস বা যেকোনও একটি ফলের কুঁচি (ঋতু অনুযায়ী বদলে যায় ফল) তার উপর মধু, ভেজানো চিয়া সিডস, শেষে লাল চা।
এই চা বানানোর একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। খেতে কেমন, তা ভিডিয়ো দেখে বোঝা সম্ভব না হলেও, এই ফলের চায়ে দর্শনে মজেছেন নেটাগরিকেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy