গ্রীষ্মের ছুটি কাটিয়ে স্কুলের জন্য রওনা হয়েছিল সপ্তম শ্রেণীর ছাত্র। স্কুলের গেটের সামনে গাড়ি থেকে নামার পরই হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে কিশোর। বাবা ছুটে এসে তাকে কোলে তুলে সিঁড়ির ধাপ পর্যন্ত নিয়ে যান। স্কুলের কর্মীদের তৎপরতায় ছাত্রকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকীতে। মৃত ছাত্রের নাম অখিলপ্রতাপ সিংহ। স্থানীয় সেন্ট অ্যান্থনি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ত সে। মর্মান্তিক এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
গত মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। গ্রীষ্মের ছুটির পর প্রথম দিনে কিশোর তার বাবার গাড়িতে চেপে স্কুলে পৌঁছোয়। ভিডিয়োয় দেখা গিয়েছে গাড়ি থেকে নামার পরই গেটের দিকে হাঁটতে শুরু করল ছাত্রটি। কিছু দূর গিয়ে হঠাৎ করেই পড়ে গেল সে। তার বাবা ছুটে এসে তাকে কোলে তুলে নিলেন। কী ঘটেছে তা বোঝার চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা ও স্কুলের কর্মীরা। অখিলকে সুস্থ করা যায়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে নাবালক। মৃত্যুর কারণ সম্পর্কে কোনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হৃদ্রোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ছাত্রের।
A heartbreaking incident has taken place in Uttar Pradesh. A 12-year-old girl died on the spot after suffering a heart attack.#death #HeartAttack pic.twitter.com/58RkmvenBY
— Team SCB#Citizen_Media
भारतपुत्र
(@1SanatanSatya) July 4, 2025
‘সনাতনসত্য’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। কিশোরের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন বহু নেটমাধ্যম ব্যবহারকারীই।