ভিন্গ্রহীদের মন্দির। ছবি: সংগৃহীত।
ভিন্গ্রহীরাই প্রথম দেবতা যাদের সৃষ্টিকর্তা স্বয়ং শিব। ভিন্গ্রহীরাই বিশ্বকে সব ধরনের বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তাই তাদের উদ্দেশে একটি মন্দির তৈরি করছেন লোগানাথন ওরফে সিদ্ধর ভাকিয়া। ৪৫ বছরের তরুণ তামিলনাড়ুর সালেম জেলার মল্লমউপাত্তি গ্রামের বাসিন্দা। লোগানাথনের দাবি, ভিন্গ্রহীদের তিনি স্বচক্ষে দেখেছেন। এমনকি ভিন্গ্রহীদের অনুমতি নিয়েই নাকি তিনি মন্দির তৈরি করছেন।
গ্রামের এক একর জমির তিন-চতুর্থাংশ জায়গা জুড়ে মন্দিরটি তৈরি করা হচ্ছে। মন্দিরের নির্মাণকাজ এখনও সম্পূর্ণ হয়নি। তবে ইতিমধ্যেই ভারতের প্রথম ভিন্গ্রহীর মন্দির দেখতে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন।
ইটিভি ভারতকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে লোগানাথন জানান, সিনেমায় যে ভাবে ভিন্গ্রহীদের দেখানো হয় তা আদৌ বাস্তব নয়। তাদের মাথায় কোনও শিং নেই বলেও দাবি করেন লোগানাথন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘শুধুমাত্র ভিন্গ্রহীর মূর্তিই নয়, এই মন্দিরের ১১ ফুট গভীরে একটি কক্ষে ভিন্গ্রহীদের পাশাপাশি শিব, পার্বতী, মুরুগান, কালী এবং অন্যান্য দেবদেবীর মূর্তিও স্থাপন করা হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy