‘বর্ষসেরা শিক্ষকের’ উপাধি পেয়েছিলেন তিন বছর আগে। এ বার বালক ছাত্রদের যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক শিক্ষিকা। সংবাদমাধ্যম ‘ডেলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই শিক্ষিকার নাম জ্যাকলিন মা। ১১ এবং ১২ বছর বয়সে দুই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ ৩৫ বছর বয়সি জ্যাকলিনকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই অভিযোগেই এ বার তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত। জ্যাকলিনের ৩০ বছরের জেলের সাজা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম ‘সিবিএস ৮’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, পুত্রের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক আছে সন্দেহ করে ২০২৩ সালে জ্যাকলিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক ছাত্রের বাবা-মা। অভিযোগের পরিপ্রেক্ষিতে জ্যাকলিনকে গ্রেফতারও করা হয়। কিন্তু পরে তিনি জামিনে মুক্তি পান। তবে মুক্তি পাওয়ার এক দিনের মাথায় ছাত্রদের উপর নির্যাতনের অভিযোগে আবার গ্রেফতার হন তিনি। সেই মামলাতেই শিক্ষিকাকে সম্প্রতি দোষী সাব্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে সান দিয়েগো কাউন্টিতে ‘বর্ষসেরা শিক্ষক’ পুরস্কার পেয়েছিলেন জ্যাকলিন। তিনি ছাড়াও আরও চার জন শিক্ষক-শিক্ষিকা ওই পুরস্কার পান। তার প্রায় সাত মাস পর গ্রেফতার হয়েছিলেন তিনি। দোষী সাব্যস্ত হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েন জ্যাকলিন।