ভালবাসার ভিত্তিই হল বিশ্বাস। সেই বিশ্বাস যখন ভেঙে যায় তখন সম্পর্ক মূল্যহীন হয়ে পড়ে। ভালবাসার জায়গা দখল করে ঘৃণা ও প্রতিশোধ। তেমনই ঘটনা ঘটেছিল এক তরুণীর জীবনে। বিয়ের ঠিক আগে তিনি জানতে পেরেছিলেন তাঁর প্রেমিকের অন্য সম্পর্কের কথা। দীর্ঘ দিনের প্রেমিকের বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে সম্পর্কচ্ছেদ করেন তরুণী। তার সঙ্গে প্রেমিককে ‘সাজা’ দেওয়ার অদ্ভুত এক পরিকল্পনাও করে ফেলেন তিনি। গত আট বছর ধরে প্রাক্তন প্রেমিকের জীবন দুর্বিষহ করে তুলেছেন তরুণী।
সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের জীবনের অত্যন্ত ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেন করিশ্মা (নাম পরিবর্তিত) নামের ওই তরুণী। তিনি জানিয়েছেন, বিয়ের ঠিক আগে তিনি ভালবাসার মানুষের কাছ থেকে চরম আঘাত পেয়েছিলেন। জানতে পারেন, তাঁর বাগ্দত্ত ছ’মাস ধরে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। কেবল প্রেম নয়, তাঁদের মধ্যে যৌন সম্পর্কও তৈরি হয়েছিল। সেই খবর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে করিশ্মার। পরবর্তী আট বছর ধরে তিনি তাঁর প্রাক্তন প্রেমিকের জীবন দুর্বিষহ করে তোলেন। ধৈর্য ও পরিকল্পনা করে তিনি প্রেমিককে শাস্তি দিতে শুরু করেন।
আরও পড়ুন:
করিশ্মা জানিয়েছেন, তাঁর পরিকল্পনা কখনওই সফল হত না যদি না প্রাক্তন প্রেমিকের বোন তাঁকে সাহায্য করতেন। বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি অদ্ভুত উপায়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। যখনই কোনও নাছোড়বান্দা ব্যক্তি তাঁর নম্বর চাইতেন, তখনই করিশ্মা তাঁর প্রাক্তন প্রেমিকের ফোন নম্বর দিয়ে দিতেন। ক্রমাগত অবাঞ্ছিত কল এবং বার্তা যেতে শুরু করত তাঁর প্রাক্তন প্রেমিকের ফোনে। বিরক্ত হয়ে বেশ কয়েক বার ফোন নম্বর বদলে দিয়েছিলেন করিশ্মার সেই প্রাক্তন প্রেমিক। যত বারই নতুন নম্বর বদলাতেন, তত বারই তরুণের বোন গোপনে সেই নম্বর পৌঁছে দিতেন করিশ্মার কাছে। সেই প্রতিশোধের গল্প আজও চলছে বলে পডকাস্টে দাবি করেছেন তিনি। আশ্চর্যজনক ভাবে, প্রাক্তন প্রেমিক এখনও জানেন না যে কী ঘটে চলেছে!