Advertisement
E-Paper

হবু বরের উপর রেগে গিয়ে মণ্ডপেই অপমান কনের! ‘কনেসুলভ’ আচরণ নয়, বলল সমাজমাধ্যম

ভিডিয়োয় দেখা গিয়েছে বর মঞ্চে দাঁড়িয়ে কনের মালা বদলের জন্য অপেক্ষা করছে। কিন্তু কনে সেখানে পৌঁছানো মাত্রই এমন আচরণ শুরু করে যে উপস্থিত অতিথির সকলে অবাক হয়ে যান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১০:৩৪
bride got angry at the groom insulted him

ছবি: সংগৃহীত।

বিয়েতে নারাজ তরুণী। সম্ভবত পাত্রকেই অপছন্দ করেছিলেন পাত্রী। মেরুন লেহঙ্গা, এক গা অলঙ্কারে সেজে নববধূর সাজে বিয়ের মণ্ডপে হাজির হলেও তাঁর অভিব্যক্তিতে ফুটে উঠছিল বিরক্তি। সমাজমাধ্যমে এমনই একটি বিয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে কনের অস্বাভাবিক এবং অভদ্র আচরণ সকলকে হতবাক করেছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পরই তা নজর কেড়েছ‌ে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। তবে ভিডিয়োটি দেখে অনেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ভিডিয়ায় দেখা গিয়েছে বর মঞ্চে দাঁড়িয়ে কনের মালা বদলের জন্য অপেক্ষা করছেন। কিন্তু কনে সেখানে পৌঁছানো মাত্রই এমন আচরণ শুরু করেন যে উপস্থিত অতিথির সকলে অবাক হয়ে যান। সাধারণত বিয়েতে বর-কনে একে অপরকে মিষ্টি খাওয়ানোর প্রথা রয়েছে। এখানে কনে নিজেই মিষ্টি খেতে শুরু করেন । এর পর আসে মালা বদলের পালা। গলায় মালা পরানোর পরিবর্তে কনে সেই মালা ছুঁড়ে দেন বরের দিকে। নিজে নিজে সেই মালা গলায় পরেন বর। কনের এ-হেন আচরণে অন্যরা ক্ষুব্ধ বা অবাক হলেও বর ছিলেন নির্বিকার ও শান্ত।

ভিডিয়োটি আপলোড হওয়ার পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ‘অভয়এক্সমিমস’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার লাইক জমা পড়েছে তাতে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে নানা প্রতিক্রিয়াও দিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কেউ কেউ তরুণীর আচরণের সমালোচনা করে এই ধরনের ব্যবহারকে কনের অনুপযুক্ত বলে মনে করেছেন। আবার কেউ কেউ এটিকে হালকা রসিকতা চোখেই দেখেছেন। একই সঙ্গে বেশ কয়েক জন নেটমাধ্যম ব্যবহারকারী এটিকে একটি ‘প্র্যাঙ্ক ভিডিয়ো’ বলে দাবি তুলেছেন।

Wedding Insta story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy