তরল দুধ নাকি টান টান স্প্রিংয়ের মত দেখতে সুতো! শরীর ঘিরে পাক খাচ্ছে, এ প্রান্ত থেকে ও প্রান্তের গ্লাসে পৌঁছে যাচ্ছে অথচ একটি ফোঁটাও মাটিতে পড়ছে না, গায়েও ছুঁয়ে যাচ্ছে না।
কোনও এক অনুষ্ঠানে অতিথিদের জন্য সুগন্ধী দুধ বা লস্যি জাতীয় খাবার বানাচ্ছিলেন এক মাঝবয়সি, তাঁর সেই পানীয় তৈরির কৌশলেই মুগ্ধ হয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি তাঁর অনুগামীদের কাছে জানতে চেয়েছেন, এই কসরৎটি কি অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হতে পারে?
Why isn’t this an Olympic sport? pic.twitter.com/HeGP58OZ8Y
— anand mahindra (@anandmahindra) July 13, 2024
মাহিন্দ্রার এই প্রশ্নে অনেকেই মজা পেয়েছেন। আবার অনেকে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে টা নিয়ে আলোচনাও করেছেন। অলিম্পিক্স এর নথিভুক্ত খেলার সঙ্গে এই ধরনের কসরতের ফারাক কী বা কতটা, সে ব্যাপারেও আলোচনা করতে দেখা গিয়েছে কয়েকজনকে।