Advertisement
২০ এপ্রিল ২০২৪
Tiktok

Tiktok: হাতের ছোঁওয়াও বুঝে নিচ্ছে চিনা ভিডিয়ো অ্যাপ, টিকটক নিষিদ্ধ হতে পারে অস্ট্রেলিয়াতেও

এক বিশেষ ধরনের কোডের সাহায্যে ব্যবহারকারী কি লিখছেন, কোন নম্বর প্রদান করছেন, সেই সব তথ্যই পেয়ে যায় এই অ্যাপ।

এর আগে ভারতেও নিষিদ্ধ করা হয়েছিল এই ভিডিয়ো অ্যাপ।

এর আগে ভারতেও নিষিদ্ধ করা হয়েছিল এই ভিডিয়ো অ্যাপ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২২ ১৩:১৭
Share: Save:

ভারতের পর অস্ট্রেলিয়াতেও নিষিদ্ধ হতে পারে চিনের তৈরি ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটক। অস্ট্রেলিয়ার এক বর্ষীয়ান রাজনীতিবিদ এ ব্যাপারে জোরদার দাবি তুলেছেন। সম্প্রতি প্রকাশিত একটি সাইবার নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টের উল্লেখ করে তিনি বলেছেন, দেশের মানুষের ব্যক্তিগত তথ্য বেহাত হচ্ছে কি না তা বুঝেই যেন সরকার সিদ্ধান্ত নেয়। কারণ এতে অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে আছে।

যে রিপোর্টের ভিত্তিতে এই আশঙ্কা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ায়, সেটি গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে। রিপোর্টে বলা হয়েছে, টিকটক অ্যাপের মাধ্যমে যখন অন্য অ্যাপ খোলা হয় তখনই মোবাইলের পর্দায় ব্যবহারকারীর আঙুলের ছোঁওয়া থেকে তথ্য সংগ্রহ করে এই ভিডিয়ো অ্যাপ। এ ভাবেই এক বিশেষ ধরনের কোডের সাহায্যে ব্যবহারকারী কি লিখছেন, কোন নম্বর প্রদান করছেন, সেই সব তথ্যই পেয়ে যায় অ্যাপটি। অস্ট্রেলিয়ার আইনসভার সদস্য ওই রাজনীতি বিদ জানিয়েছেন, এ ভাবে ক্রেডিট কার্ড সংক্রা্ন্ত তথ্য বেহাত হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tiktok
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE