Advertisement
E-Paper

২০ টাকার পণ্যের জন্য গচ্চা ৬৯৯ টাকা! নকল অ্যামাজ়নের ডেলিভারির ফাঁদে পড়ে বিভ্রান্ত বহু গ্রাহক

পোস্টে রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, তাঁর কাছে অ্যামাজ়নের তরফ থেকে ৬৯৯ টাকা দামের ক্যাশ অন ডেলিভারির বার্তা আসে। বাড়ির কোনও সদস্য সেটি অর্ডার করেছেন ভেবে তিনি টাকা দিয়েও দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৫:১৭
A reddit post alerts fake cod packages of amazon delivery

ছবি: সংগৃহীত।

আমরা প্রায় সকলেই অনলাইন শপিংয়ে অভ্যস্ত হয়ে পড়েছি। পছন্দমতো কিছু অর্ডার করলেই হল, বাড়িতে ঠিক সময়ে পণ্য পৌঁছে দিয়ে যান ডেলিভারি কর্মীরা। এক হাতে টাকা নিয়ে অন্য হাতে পণ্য ডেলিভারি হয়ে যায়। কিন্তু যদি কোনও অর্ডার ছাড়াই বাড়িতে পণ্য এসে যায়? ভুলক্রমে টাকা দিয়ে সেই পার্সেলটি নিয়ে নিলেই কিন্তু বিপদ। তেমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল এক তরুণকে। রেডিট সমাজমাধ্যমে এই জালিয়াতির বিরুদ্ধে তিনি সতর্ক করেছেন নেটাগরিকদের।

পোস্টে রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, তাঁর কাছে অ্যামাজ়নের তরফ থেকে ৬৯৯ টাকা দামের ক্যাশ অন ডেলিভারির বার্তা আসে। বাড়ির কোনও সদস্য সেটি অর্ডার করেছেন ভেবে তিনি টাকা দিয়ে দেন। যিনি ডেলিভারি করতে এসেছিলেন তিনিও সংস্থার ইউনিফর্ম পরে ছিলেন। ফলে কোনও সন্দেহের উদ্রেক হয়নি কারওরই। প্যাকেটটি খুলে দেখা যায় পণ্যটি নকল। দাম ২০ টাকার কাছাকাছি। পরে রেডিট ব্যবহারকারী অ্যামাজ়নে তাঁর অর্ডার পরীক্ষা করে দেখতে পান যে কেউ তাঁর নামে কোনও অর্ডার দেয়নি। তিনি জানিয়েছেন, জালিয়াতেরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঠিকানা এবং নাম সংগ্রহ করে। সেই তথ্য ব্যবহার করে জাল পণ্য পাঠায়। পণ্যগুলি অ্যামাজ়ন ডেলিভারির মতো সংস্থার মাধ্যমে পাঠানো হয়। বেশির ভাগ গ্রাহকই নির্ভরযোগ্য ডেলিভারি সংস্থাকে বিশ্বাস করে সেগুলি টাকা দিয়ে নিয়ে নেন।

পোস্টটি রেডিটে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তা নজর কেড়েছে নেটাগরিকদের। রেডিট ব্যবহারকারীদের বেশ কয়েক জন একই ধরনের জালিয়াতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন। বেঙ্গালুরুতে বসবাসকারী এক নেটাগরিক জানিয়েছেন এই ধরনের প্রতারণার ফলে প্রায় হাজার দুয়েক টাকা খুইয়েছিলেন তিনি।

Amazon E Commerce Amazon delivery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy