হবু জামাইবাবুর সঙ্গে মশকরা করার জন্য তাঁর জুতো চুরি করে নিয়েছিলেন তরুণীর বোন। অর্থের বিনিময়ে তবেই সেই জুতো ফেরত দেওয়া হবে বলে আবদার করেছিলেন তিনি। কিন্তু শ্যালিকার আবদার রাখলেন না পাত্র। তরুণীর বোন ৫ হাজার টাকা চেয়েছিলেন বটে, কিন্তু শ্যালিকার হাতে মাত্র ৫০০ টাকা তুলে দিলেন তরুণ। তা দেখে বেজায় চটে গেলেন পাত্রী। তরুণের কিপটেমি দেখে রাগে বিয়েই ভেঙে দিলেন তিনি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার উত্তরপ্রদেশের সাহপাউ গ্রামে ঘটেছে। মথুরার সুরির থেকে বরপক্ষ খুব হইচই করতে করতে পৌঁছেছিল অনুষ্ঠানবাড়িতে। গভীর রাতে বিয়ের লগ্ন ছিল তাঁদের। তাই দুই পক্ষের অতিথিরা খাওয়াদাওয়া সেরে ফেলছিলেন। পাত্রের জুতো অন্যত্র লুকিয়ে রাখা বিয়ের অনুষ্ঠানের একটি মজাদার অংশ। সাধারণত, বরের জুতো ‘চুরি’ করে কনেপক্ষ তাঁর কাছ থেকে মোটা টাকা আদায় করে।
আরও পড়ুন:
অর্থের বিনিময়ে তবেই সেই জুতো ফেরত পাওয়া যায়। হবু জামাইবাবুর সঙ্গে মশকরা করতে তাঁর জুতো লুকিয়ে ফেলেছিলেন পাত্রীর বোন। তার পর পাত্রের কাছ থেকে ৫ হাজার টাকা চেয়েছিলেন তিনি। কিন্তু তরুণীর বোনের আবদার রাখেননি তরুণ। ৫ হাজার টাকার পরিবর্তে তাঁর হাতে ধরিয়ে দিলেন ৫০০ টাকার একটি নোট। হবু স্বামীর এই কিপটেমি দেখে রেগে যান পাত্রী। রাগের মাথায় বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। শত চেষ্টা করেও অন্যেরা তাঁর মত বদলাতে পারেননি। তরুণী তাঁর সিদ্ধান্তে স্থির ছিলেন। শেষ পর্যন্ত বিয়ের সমস্ত খরচ ভাগাভাগি করে মিটিয়ে দিয়ে বিয়ে না করে বিদায় নেয় দুই পক্ষ।