ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে। সেই চলন্ত ট্রেনের এক যাত্রীর হাত ধরে বিপজ্জনক ভাবে ঝুলছেন তরুণ। অন্য যাত্রীরা তাঁর কাণ্ড দেখে ভয়ে তটস্থ হয়ে পড়েছেন। যে কোনও মুহূর্তে ছিটকে নীচে পড়ে যেতে পারেন তিনি। হঠাৎ ট্রেনটি থেমে যায়। ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে টাল সামলাতে পারেন না তরুণ। যাত্রীর হাত ছেড়ে রেললাইনের ধারে পড়ে যান তিনি। তার পর আবার জামাকাপড় থেকে ধুলো ঝেড়ে ট্রেনে উঠে পড়েন ওই তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর হাত ধরে বাইরে ঝুলে পড়েছেন এক তরুণ। বেশ কিছু ক্ষণ এমন বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকতে দেখা যায় তাঁকে। তার পর ট্রেনটি থামলে টাল সামলাতে না পেরে রেললাইনের ধারে পড়ে যান তিনি। তার পর জামাকাপড় থেকে ধুলো ঝেড়ে ফেলে ট্রেনে উঠে পড়েন তরুণ।
ঘটনাটি উত্তরপ্রদেশে ঘটলেও তার দিনক্ষণ জানা যায়নি। তবে ট্রেনটি কাসগঞ্জ থেকে কানপুরের উদ্দেশে রওনা দিয়েছিল তা জানা গিয়েছে। চলন্ত ট্রেন থেকে তরুণের বিপজ্জনক ভাবে ঝুলে থাকার দৃশ্য ক্যামেরাবন্দি করেন ওই ট্রেনের এক যাত্রী। ট্রেনটি হঠাৎ করে থেমে পড়ায় অনেকের দাবি, তরুণের ‘স্টান্ট’ দেখে ট্রেনের কোনও যাত্রী চেন টানতে পারেন। সে কারণেই ট্রেনটি হঠাৎ থেমে যায়। আচমকা ট্রেন থেমে যাওয়ার ফলে যাত্রীর হাত ছেড়ে রেললাইনের ধারে ছিটকে পড়ে যান তরুণ। তার পর জামাকাপড় থেকে ধুলো ঝেড়ে ট্রেনে উঠে পড়েন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লে রেলপুলিশের নজর কাড়া হয়। এই বিষয়ে তদন্ত শুরু করবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।