সরকারি নীল বাতি বসানো গাড়ির বনেটে বসে জন্মদিন পালন! পরে চলন্ত সেই গাড়ির বনেটে বসেই রিল তৈরি। বিতর্কে ছত্তীসগঢ়ের পুলিশকর্তার স্ত্রী। সমালোচনার মুখে পড়েছেন ওই পুলিশকর্তাও। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছত্তীসগঢ়ের ওই পুলিশকর্তার নাম তসলিম আরিফ। তিনি জাঞ্জগির-চম্পা এলাকার ডিএসপি। অভিযোগ, সম্প্রতি সরকারি একটি গাড়ির উপর চড়ে জন্মদিন পালন করেছেন তাঁর স্ত্রী ফারহিন খান। পরে ওই গাড়িতে বিপজ্জনক ভাবে রিলও বানিয়েছেন। আর তার পরেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গাড়ির বনেটে বসে জন্মদিন পালন করছেন এক তরুণী। গাড়ির মাথায় নীল বাতি। তরুণীর সামনে কেক রাখা। হাতে ‘স্নো-স্প্রে’। এর পর চলন্ত গাড়ির বনেটে বসে রিল বানাতে দেখা যায়। চলন্ত গাড়িটিতে আরও জনা কয়েক তরুণী ছিলেন। গাড়ির সমস্ত দরজা খোলা রেখেই চালানো হচ্ছিল সেই গাড়ি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি উঠেছে, গা়ড়ির বনেটে বসে যিনি জন্মদিন পালন করছেন, তিনিই জাঞ্জগির-চম্পা এলাকার ডিএসপির স্ত্রী ফারহিন।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অশোকদানোদা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। পুলিশকর্তার স্ত্রীর নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। পুলিশকর্তা এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে সরকারি সম্পদের অপব্যবহার করার অভিযোগও তুলেছেন কেউ কেউ। তবে ওই ঘটনায় ডিএসপি বা তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা এখনও জানা যায়নি।