পাশাপাশি খাঁচার মধ্যে বন্দি সিংহ, সিংহী এবং বাঘ। মাঝখানে একটি মাত্র লোহার দরজা। আর তার মধ্যেই সিংহ-সিংহীর সঙ্গে ‘যুদ্ধ’ বাধল বাঘের। সেই লড়াইয়ের ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পাশাপাশি খাঁচায় বন্দি রয়েছে সিংহ-সিংহী এবং বাঘ। তাদের মধ্যে খাঁচার এক দিকে সিংহ-সিংহীর জুটি। অন্য দিকে, একা বাঘ। তাদের মাঝে একটি লোহার দরজা। হঠাৎই দরজার ফাঁক দিয়ে থাবা বাড়িয়ে বাঘের গায়ে খোঁচা দিতে শুরু করে সিংহী। বাঘটি প্রথমে তা এড়িয়ে যায়। কিন্তু বার বার সিংহীর থাবার খোঁচা খেয়ে রেগে যায় সে। গর্জন করতে শুরু করে। গর্জন শুরু করে পশুরাজ দম্পতিও। এর পর হঠাৎ করেই দু’পক্ষের মধ্যে থাবার লড়াই শুরু হয়ে যায়। কিছু ক্ষণ পরে বাঘটি সরে আসে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আলিখানএকেরিয়েল’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। প্রায় এক কোটি বার ভিডিয়োটি দেখা হয়েছে। শুধু লাইকই পড়েছে দু’লক্ষ বার। ভি়ডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করেছেন। উদ্বেগও প্রকাশ করেছেন অনকে। নেটাগরিকদের অনেকে আবার বন্যপ্রাণীদের খাঁচায় বন্দি করার সমালোচনা করে সরব হয়েছেন।