বৃষ্টির জমা জলে নেমে জলকেলি, লম্ফঝম্প। করলেন নাচানাচিও! শুয়েও প়ড়লেন। তরুণীর এ হেন কাণ্ডে তাজ্জব বনে গেলেন পথচলতি মানুষজন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি রাস্তা বৃষ্টির জলে ভেসে গিয়েছে। সেই জলে পা ডুবিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক তরুণী। জলকেলি করছেন। তাঁর পরনে আকাশি রঙের একটি পোশাক। চুলে বাঁধা রয়েছে একই রঙের ফিতে। ওই ভাবেই জলে নাচানাচি করছেন তিনি। মাঝেমধ্যে জলে শুয়েও পড়ছেন। পাশ দিয়ে বাইক চলে যাচ্ছে। তবুও কোনও ভ্রুক্ষেপ নেই তরুণীর। শুয়ে শুয়ে জল ছেটাচ্ছেন এ দিক-ওদিক। এর পর জল থেকে উঠে হাসতে থাকেন তিনি। পথচলতি মানুষজন তাঁকে অবাক দৃষ্টিতে দেখতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সীমা কনোজিয়া ৮৭’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন ভিডিয়োটি দেখার পর। এক নেটাগরিক লিখেছেন, ‘‘পুনীত সুপারস্টারের বোনকে খুঁজে পাওয়া গিয়েছে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘জলপরি হতে এসেছিল। কিন্তু জলপাঁঠা লাগছে।’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘এ কেমন অসভ্যতা! রিল বানানোর নেশায় মানুষ যা খুশি তাই করতে শুরু করেছে।’’