স্ত্রী ‘পরমা সুন্দরী’! কী ভাবে বিয়ে হল, তা নিয়ে ক্রমাগত উপহাসের শিকার হওয়ার পর ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করলেন ২৫ বছর বয়সি এক যুবক! চার ঘণ্টার অভিযানের পর তাঁকে উদ্ধার করল স্থানীয় পুলিশ। গত রবিবার উত্তরপ্রদেশের বরেলীর সিরাউলিতে চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৫ বছর বয়সি ওই যুবকের নাম গুরুদেব। মাসখানেক আগে বিয়ে হয়েছে তাঁর। স্থানীয় সূত্রে খবর, গুরুদেবের স্ত্রী ‘সুন্দরী’ হওয়ায় তা নিয়ে তাঁকে বিগত কয়েক দিন ধরে উত্ত্যক্ত করছিলেন গ্রামবাসীরা। কটূক্তি এবং অবমাননাকর মন্তব্য ভেসে আসছিল আত্মীয়স্বজনের কাছ থেকেও। গুরুদেবের মতো এক জন কী করে ‘মডেলের মতো’ এবং ‘ব্রহ্মাণ্ডসুন্দরীর মতো’ স্ত্রী পেতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলছিলেন তাঁরা। সেই সব উপহাস সহ্য করতে না পেরে গত রবিবার দুপুরে দোতলা বাড়ির ছাদে উঠে পড়েন গুরুদেব। কটাক্ষ বন্ধ করা না হলে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন স্থানীয়েরা। বিকাল ৪টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। এর পর প্রায় চার ঘণ্টা ধরে অভিযানের পর পুলিশ গুরুদেবকে ছাদ থেকে নামিয়ে আনে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। যুবককে কটাক্ষ করা নিয়ে সরব হয়েছেন তাঁরা। সমালোচনার ঝড় উঠেছে। অন্য দিকে এক্স হ্যান্ডলে পোস্ট করে বরেলী পুলিশ লিখেছেন, ‘‘তিন-চার ঘণ্টার কঠোর পরিশ্রমের পর সিরাউলি থানার পুলিশ যুবককে উদ্ধার করে। সিরাউলি থানার পুলিশ এবং জনসাধারণের সহায়তায় তাঁকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।’’