বাড়ি থেকে বেরোতেই নর্দমার দিকে চোখ পড়ল এক স্থানীয়ের। চিৎকার করে পাড়া মাথায় করলেন তিনি। নর্দমার ভিতর দিয়ে এঁকেবেঁকে চলেছে একটি বিশাল অজগর। নর্দমার ভিতর অজগরটির পুরো শরীরই আঁটসাঁট হয়ে রয়েছে। তার ভিতরেই এঁকেবেঁকে চলেছে সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় অজগরের কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘গ্রেটঅন্ধ্র’ এবং ‘তেলুগু স্ক্রাইব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় কয়েকটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে যে, একটি নর্দমার ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে মস্ত বড় এক অজগর। এই ঘটনাটি সম্প্রতি বিশাখাপত্তনমের আরিলোভা ক্রান্তিনগর এলাকায় ঘটেছে।
নর্দমায় বিশালাকার অজগর দেখার পর ভয়ে শিউরে ওঠেন এলাকাবাসীরা। স্থানীয়দের দাবি, বৃষ্টির ফলে কোনও ভাবে লোকালয়ে ঢুকে পড়েছে সেই অজগরটি। সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীদের খবর পাঠানো হয়। দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যান উদ্ধারকর্মীরা। ১২ ফুট দীর্ঘ সেই অজগরের লেজ ধরে টেনে নর্দমা থেকে বার করা হয়। তার পর একটি বড় নীল ড্রামে অজগরটিকে ভরে দেন তাঁরা। নর্দমা থেকে উদ্ধার করে অজগরটিকে জঙ্গলের ভিতর নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে।