কোনও সমস্যা বা অপরাধ ঘটলে সকলের আগে আমরা পুলিশের দ্বারস্থ হই। জনগণের অভিযোগ শোনা, আইনশৃঙ্খলা ব়জায় রাখা এবং সুরক্ষার দায়িত্ব তাদেরই। সম্প্রতি নয়়ডার একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে প্রকাশ্যে এক ব্যক্তি ও মহিলার গায়ে হাত তুলতে দেখা গিয়েছে এক পুলিশকর্মীকে। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশের উর্দিপরা এক ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে এক তরুণ ও তরুণীর সঙ্গে কথা বলছেন। কথার মাঝেই ওই পুলিশকর্মী হঠাৎ করেই তরুণকে সজোরে চড় মেরে বসেন। তরুণকে বাঁচাতে সঙ্গের তরুণী পুলিশকর্মীকে বাধা দিতেই তাঁকেও চড় মারতে শুরু করেন। থাপ্পড় মারতেই তরুণী কিছুটা দূরে ছিটকে সরে যান। ভিডিয়োয় দেখা পুলিশকর্মী এতটাই রেগে যান যে তিনি এগিয়ে এসে আবারও তরুণের দিকে তেড়ে যান। ভিডিয়োটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে নয়ডা পুলিশ কমিশনারেট। অভিযুক্ত পুলিশকর্মীকে নিলম্বিত করা হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
আরও পড়ুন:
‘নরেন্দ্রপ্রাইম’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর সেটি নেটাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এই ভিডিয়োটি এখনও পর্যন্ত ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। সাড়ে ৩ হাজারেরও বেশি লাইক জমা পড়েছে পোস্টটিতে। দেড়শোটিরও বেশি মন্তব্য পোস্ট করা হয়েছে ভিডিয়োয়। তরুণীর গায়ে এ ভাবে হাত তোলার দৃশ্য দেখে সমালোচনায় ফেটে পড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীরা। অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনারেটের প্রশংসা করেছেন অনেকেই।