মদের নেশায় বুঁদ। রেললাইনের উপরেই গাড়ি তুলে দিলেন মত্ত যুবক। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের আমরোহা শহরে ঘটনাটি ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক মত্ত হয়ে খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু রেললাইনের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান। গাড়ি তুলে দেন রেললাইনে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে রেললাইনের ট্র্যাকে উঠে পড়েছে একটি কালো গাড়ি। গাড়ির একটি চাকা রেললাইনে আটকে। খবর পেয়েই সেখানে দৌড়ে আসে স্থানীয় মানুষজন। তাঁরা দেখেন, গাড়ির ভিতরে বসে রয়েছেন এক যুবক এবং এক মহিলা। যুবক নেশায় বুঁদ হয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে সেখানে ভিড়় জমে যায়। তাঁদের গাড়ি থেকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয়েরা। এক জন পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি গত ৯ ফেব্রুয়ারি ‘রাজা বাবু’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই যুবকের কাণ্ড দেখে অনেকে নিন্দাও করেছেন। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘বড় বিপদ ঘটতে পারত। এ কী রকম দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ! যুবকের শাস্তি হওয়া উচিত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মদ খেতে যুবকের বুদ্ধিসুদ্ধি লোপ পেয়েছে। নিজেও মরবে, অন্যকেও মারবে।’’