গাছের উপরে ওত পেতে বসেছিল শিকারি। জলের সামান্য কাঁপন দেখে নির্ভুল লক্ষ্যে ঝাঁপ দিল মস্ত এক জাগুয়ার। শিকারের উপর সটান ঝাঁপিয়ে পড়তেই জলে শুরু হল তোলপাড়। জলের নীচে লুকিয়ে থাকা অ্যালিগেটরকে ঘায়েল করে জল থেকে টেনে তোলার চেষ্টা করল তাগড়াই চেহারার জাগুয়ারটি। জলের শিকারির সঙ্গে ডাঙার শিকারির লড়াইয়ের ভিডিয়োটি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি সম্ভবত একটি সাফারি পার্কের বড় একটি জলাশয়ে ক্যামেরাবন্দি করা হয়েছে। তবে ভিডিয়োটি কবে তোলা হয়েছে তা নিয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ‘জোয়াবায়োলোগো’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, নির্ভুল নিশানায় জলে ঝাঁপ দিয়ে অ্যালিগেটরকে কব্জা করার চেষ্টা করে জাগুয়ার। জাগুয়ারের হাত থেকে বাঁচার জন্য অ্যালিগেটরটিও প্রাণপণ লড়াই করতে থাকে। জলের মধ্যে প্রবল ঝটাপটি শুরু হয়। অ্যালিগেটরটিকে জাগুয়ার কামড়ে ধরার সঙ্গে সঙ্গে সেটি ডিগবাজি খেতে শুরু করে। কিছু ক্ষণ পর শিকার ও শিকারি দুইই জলের নীচে অন্তর্হীত হয়।
কয়েক সেকেন্ড কারও সাড়া না মিললেও হঠাৎ করেই জল থেকে উঠে পড়ে জাগুয়ারটি। তবে শিকার ছাড়াই। অ্যালিগেটরটিকে কব্জা করতে ব্যর্থ হয় সে। শিকার হাতছাড়া হওয়ার দুঃখে বনের মধ্যেই ফিরে যায় সে। ১৪ জুন পোস্ট করা ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ২ লক্ষের বেশি নেটাগরিক ভিডিয়োটি পছন্দ করেছেন।