মাঠের মধ্যে ফুটবল খেলছে দু’দল কিশোর। টানটান উত্তেজনার মুহূর্ত। দু’দলের মধ্যেই খেলা হচ্ছে সেয়ানে সেয়ানে। কিন্তু দর্শকের আসনে বসে থাকা সকলের নজর রয়েছে গোলরক্ষকের দিকে। কারণ কিশোরদের সঙ্গে খেলার মাঠে থাকা গোলরক্ষকটি আর পাঁচজন গোলরক্ষকের থেকে আলাদা। কিশোরদের ফুটবল ম্যাচে গোলরক্ষকের ভূমিকায় রয়েছে একটি সারমেয়। চারপেয়ে গোলরক্ষক তার দৃষ্টি স্থির রেখেছে ফুটবলের দিকে। বলটি তার দিকে গড়িয়ে আসলেই সে সেটিকে খপ করে ধরে ফেলছে। বলটিকে কিছুতেই জালের ভিতর ঢুকতে দিচ্ছে না সে। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঠের মধ্যে চলছে জোরদার ফুটবল খেলা। দু’দল কিশোর সেই খেলায় অংশগ্রহণ করেছে। কিন্তু তাদের সঙ্গে রয়েছে আরও এক জন। সেই খেলায় গোলরক্ষকের জায়গায় বসে রয়েছে একটি গোল্ডেন রেট্রিভার প্রজাতির কুকুর। চারপেয়েটি চুপটি করে বসে রয়েছে। তার চোখ দু’টি আটকে রয়েছে কিশোরদের পায়ে থাকা ফুটবলটির দিকে। লক্ষ্য স্থির রেখে বসে রয়েছে সে, যাতে বলটি তার দিকে এলেই সেটিকে সে ধরে নিতে পারে। প্রথমে এক বার বলটি জালের দিকে গেল, সে তৎক্ষণাৎ উঠে এসে ফুটবলটিকে ধরে নিল। তার পর আবার এক কিশোর বলটিকে পায়ে নিয়ে জালের দিকে দৌড়তে গেল। কিন্তু এ বারও সারমেয়টি কিশোরকে সফল হতে দিল না। দৌড়ে গিয়ে কিশোরের পা থেকে বলটিকে ছিনিয়ে নিয়ে চলে গেল কুকুরটি। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘উফারটয়’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রায় ৪০ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। ভিডিয়োটির মন্তব্যবাক্সে নেটাগরিকেরা নানা মন ভাল করা মন্তব্য করেছেন।