সুইমিং পুলে সাঁতরে বেড়াচ্ছেন একদল তরুণ। জলকেলি করার উচ্ছ্বাসে মগ্ন তাঁরা। কিন্তু সেই উচ্ছ্বাস বেশি ক্ষণ স্থায়ী হল না। পিছন থেকে তেড়ে এল স্বয়ং ‘মৃত্যুদূত’। তরুণের দল একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ় দিচ্ছেন। আর সেই সুযোগেই তাঁদের চোখের আড়াল থেকে জলে নেমে এল বাঘমামা। সাঁতার কাটতে কাটতে এগিয়ে এল তাঁদের দিকে। তরুণেরা পড়ি কি মড়ি করে উঠে পড়লেন জল থেকে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সুইমিং পুলের স্বচ্ছ নীল জলে লাফালাফি করছেন একদল তরুণ। তাঁদের সীমাহীন আনন্দে বাদ সাধল একটি বাঘ। তরুণের দল হাত তুলে, পোজ় দিয়ে দাঁড়িয়েছেন ছবি তোলার জন্য। ঠিক সেই মুহূর্তেই তাঁদের পিছন থেকে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ল একটি ভয়ঙ্কর চতুষ্পদ। সাঁতরে আসতে থাকল তাঁদেরই দিকে। ‘মৃত্যুভয়’কে এত কাছ থেকে দেখে হকচকিয়ে গেলেন তরুণেরা। তাঁদের আত্মারাম প্রায় খাঁচাছাড়া হয় হয়। কোনও রকমে নিজেদের সামলে জলের উপর উঠে এলেন তাঁরা। উঠতে গিয়ে এক জন তরুণ পিছলে পড়ে সোজা দেয়ালে গিয়ে ধাক্কা খেলেন। তা-ও বাঘের হাত থেকে প্রাণ ফিরে পাওয়ার আনন্দে আকাশের দিকে তাকিয়ে হাতজোড় করে দু’বার কপালে ঠেকালেন তিনি। কিন্তু বাঘটি সে সব বিষয়ে বিশেষ পাত্তা দিল না। সে তার মতো জলকেলি করে চলল। দেখে মনে হল তারও ইচ্ছা জেগেছিল তরুণদের সঙ্গে মজা করার। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ইটজ়জ্যাকসন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর নেটাগরিক লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় সাড়ে তিন লক্ষেরও বেশি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা হাসির মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।