লাফিয়ে লাফিয়ে গাছে উঠছে একটি বাঁদর। কিন্তু সে একা নেই। তার সঙ্গে রয়েছে একটি কুকুরছানা। কুকুরছানাটিকে কোলে নিয়ে এক গাছ থেকে লাফিয়ে অন্য গাছে যাচ্ছে বাঁদরটি। কিন্তু বাঁদরটি হঠাৎ কুকুটিকে নিয়ে গাছের উপরে উঠল কেন সেই কারণ ভিডিয়োটি থেকে জানতে পারা যায়নি। কুকুরছানাটির চোখ-মুখ দেখে মনে হচ্ছে সে নিজেও জানে না বাঁদরটি তাকে নিয়ে এই রকম ‘রোমাঞ্চকর সফরে’ কেন বেরিয়েছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
-
২০ হাজার শ্রমিকের বানানো বিলিতি পাথরের স্মৃতিসৌধ, আজকের দিনে তাজমহল বানাতে খরচ হতে পারে কত কোটি?
-
‘প্রভুর টানে’ আগমন বাহনের, দুই ষাঁড়ের গুঁতোয় ভঙ্গ হল শিব-পার্বতীর যাত্রাপালা! ভাইরাল দমফাটা হাসির ভিডিয়ো
-
শ্রান্ত ভূখণ্ডে ভালবাসার আলো, গাজ়ায় বিড়ালের খাবার পেয়ে কিশোরের মুখে ফুটল হাসি, ভাইরাল মন ভাল করা ভিডিয়ো
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কুকুরছানাকে কোলে নিয়ে গাছের উপরে বসে রয়েছে একটি বাঁদর। বসে বসে সে এ দিক-ও দিক চেয়ে দেখছে। তার পর হঠাৎ কুকুরছানাটিকে জাপটে ধরে অন্য একটি গাছে লাফ মারল বাঁদরটি। সেখানেও সে চুপ করে কিছু ক্ষণ বসে রইল। অন্য দিকে কুকুরছানাটি বুঝেই উঠতে পারল না এই পরিস্থিতিতে সে কী করবে। সে-ও অবাক চোখে বাঁদরটির মুখের দিকে তাকিয়ে রইল। কিছু ক্ষণ ভেবে নিয়ে বাঁদরটি কুকুরছানাকে নিয়ে আবার অন্য একটি গাছে লাফ দিল। তার পর সেখান থেকে নীচে নেমে গেল। নীচে নেমে বাচ্চা কুকুরটিকে একা মাটির উপর ফেলে রেখে চলে গেল সে। কুকুরছানাটি তখনও হতভম্ব হয়ে মাটির উপর পড়েই রইল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘ডিসকভারিডটমঙ্কিস’ নামের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর নেটাগরিক লাইক ও কমেন্ট করেছেন। ইতিমধ্যে প্রায় দু’লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা হাসির মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। এক জন নেটাগরিক মন্তব্য করেছেন কুকুরটি তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সফরে বেরিয়েছিল। অন্য এক নেটাগরিক আবার বলেছেন কুকুরটির ভাগ্য ভাল ছিল তাই সে বাঁদরের হাত থেকে মুক্তি পেয়েছে।