পাহাড়ের ঢালে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বড় বড় পাথরের চাঁই। সেগুলির মাঝে পা আটকে গিয়েছে পুচকে বাঁদরের। পাথরের ফাঁক থেকে নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করতে থাকল সে। কিন্তু মুক্তি পাওয়ার আগেই পাহাড়ের গা বেয়ে বাঁদরটির কাছে নেমে এল ‘মৃত্যুদূত’। একটি কালো রঙের সাপ তেড়ে এল পুচকে বাঁদরটির দিকে। সাপটিকে দেখে ‘আ-আ-আ-আ’ করে চিৎকার করতে থাকল বাঁদরটি। সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকল সে। কিন্তু পারল না। সাপটি লাফিয়ে এসে কামড় বসাল বাঁদরটির লেজে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের ঢালে পড়ে থাকা পাথরের মাঝে পা আটকে গিয়েছে একটি বাঁদরের। সেখান থেকে বেরোনোর চেষ্টা করে চলেছে সে। কিন্তু বেরোনোর আগেই বাঁদরটির কাছে চলে এল একটি সাপ। সাপটিকে দেখে বাঁদরটি পড়ি কি মড়ি করে সেই পাথরের ফাঁক থেকে বেরোনোর চেষ্টা করতে থাকল। কিন্তু সেই চেষ্টায় সফল হওয়ার আগেই সাপটি একদম তার কাছে চলে এল। লাফিয়ে এসে বাঁদরটির লেজে একটা কামড় বসাল ভয়ানক সরীসৃপটি। সেই কামড় খেয়ে আরও ছটফট করতে থাকল বাঁদরটি। তা সত্ত্বেও বাঁদরটির লেজ কামড়ে ধরে রাখল সাপটি। ভয় ধরানো সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘বাইক্সাদাসানতিস্তাইমালেরতা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় সাড়ে চার হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বাঁদরটির করুণ পরিস্থিতি দেখে নেটাগরিকেরা কষ্ট পেয়েছেন।