পুরনো এক বাড়ির সিঁড়িতে বসে রয়েছে একদল বাঁদর। তাদের সামনে দাঁড়িয়ে ছবি তোলার শখ জাগল এক তরুণের মনে। কিন্তু বাঁদরদের মানুষের থেকে জিনিসপত্র কেড়ে নেওয়ার স্বভাব সম্পর্কে বেশ ধারণা রয়েছে তরুণের। তাই ঝুঁকি না নিয়ে তরুণ আগে থেকেই তাঁর রোদচশমাটি খুলে একটি বাঁদরের দিকে এগিয়ে গেলেন। তবে বাঁদরটিও কম সেয়ানা নয়। তরুণের পরিকল্পনায় জল ঢেলে সে সেই চশমাটি ছুঁয়েও দেখল না। কিন্তু এর পরেই হল আসল মজা। তরুণ যেই পোজ় দিয়ে ছবি তোলার জন্য দাঁড়ালেন, তখনই সেই বাঁদর লাফিয়ে এসে তরুণের চোখ থেকে রোদচশমা খুলে নিয়ে চলে গেল। মজার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে বৃন্দাবনে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পুরনো এক বাড়ির সিঁড়ি জুড়ে বসে রয়েছে বেশ কয়েকটি বাঁদর। কেউ কেউ আবার আয়েশ করে শুয়েও রয়েছে। এক তরুণ তাদের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য এগিয়ে গেলেন। কিন্তু পোজ় দিয়ে দাঁড়ানোর আগেই তিনি তার চোখে থাকা রোদচশমাটি খুলে বাঁদরগুলিকে দিয়ে দিতে চাইলেন। কারণ তিনি জানেন বাঁদরেরা মানুষের থেকে নিজের মর্জিমতো জিনিস ছিনিয়ে নেওয়ার জন্য বিখ্যাত। তাই ছবি তোলার সময় যাতে কোনও প্রকার বাধা না আসে তাই আগে থাকতেই তিনি ‘ঝামেলা’ চুকিয়ে দিতে চাইলেন। কিন্তু বাঁদরটি তরুণকে পাত্তা দিল না। রোদচশমাটিকে ছুঁয়েও দেখল না বাঁদরটি। তখন এগিয়ে এসে বাড়ির থামের গায়ে হেলান দিয়ে ছবি তোলার জন্য দাঁড়ালেন তরুণ। তরুণের সেই ভঙ্গি দেখে মাথায় দুষ্টুবুদ্ধি খেলে গেল ‘বদমাশ’ বাঁদরের। লাফিয়ে এসে তরুণের চোখ থেকে রোদচশমা খুলে নিয়ে চলে গেল সে। তার পর সিঁড়ির উপর বসে রোদচশমাটিকে চিবিয়ে চিবিয়েদেখতে লাগল সেটির স্বাদ কেমন। বাঁদরের ‘বাঁদরামি’র শিকার হয়ে হেসে ফেললেন তরুণ। মজাদার সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘চন্দ্র_দর্শন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় দেড় লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বাঁদরের দুষ্টুমি নেটাগরিকদের মনে আনন্দ জাগিয়েছে। নানা মজার মজার মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।