বাড়ির উঠোনে ফণা তুলে ‘দাঁড়িয়ে’ রয়েছে গোখরো। সাপটির বিপরীতে তীক্ষ্ণ দাঁত বার করে দাঁড়িয়ে রয়েছে তার জাতশত্রু বেজি। দু’জনের মধ্যে চলছে জোরদার লড়াই। কেউই কম যায় না। গোখরোটি থেমে থেমে বেজিটিকে ছোবল মারার জন্য এগিয়ে গেল। অন্য দিকে বেজিটিও দাঁতের পাটি বার করে তেড়ে এল সাপটির দিকে। দুই যুযুধানের জোরদার লড়াইয়ের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির উঠোনে সাপ ও বেজির মধ্যে চলছে ধুন্ধুমার লড়াই। দু’পক্ষই সেই লড়াইয়ে হার মেনে নিতে রাজি নয়। গোখরোটি এক-দু’বার ফণা তুলে বেজিটির উদ্দেশ্যে তেড়ে গেল। কিন্তু তার নাগাল পেল না। ধূর্ত বেজিটি বেগতিক বুঝে লাফ মেরে সরে গেল। এ বার বেজির পালা। ছোট্ট ছোট্ট পা দিয়ে হেঁটে সে সোজা ভয়ঙ্কর সরীসৃপটির গলার কাছে চলে গেল। কামড় বসানোর চেষ্টা করল। কিন্তু গোখরোটি মাথা নীচু করে ছোবল মারতে আসায় বেজিটি আর কামড় বসাতে পারল না। সে তৎক্ষণাৎ সেখান থেকে সরে গেল। কিন্তু চুপ করে বসে থাকার পাত্র সে নয়। বেজিটি আবার তেড়ে গেল গোখরোটির দিকে। গোখরোটি তাকে বার কয়েক দংশন করার চেষ্টা করেও ব্যর্থ হল, হাঁপিয়ে গেল সে। আর সেই সুযোগে বেজিটি তেড়ে গিয়ে কামড় বসাল বেজিটির গলায়। ভয়াল গোখরোর টুঁটিতে কামড় বসাল বেজিটি। তার পর সেখান থেকে সাপটিকে মুখে করে টানতে টানতে নিয়ে চলে গেল বেজিটি। কিন্তু সাপটি বেজির মুখ থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। আবার ফণা তুলে তেড়ে গেল বেজিটির দিকে। শুরু হল দ্বিতীয় পর্বের লড়াই। সেই লড়াইয়ে কে জিতল তা আর ভিডিয়োটি থেকে জানতে পারা যায়নি। টানটান যুদ্ধের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘উইয়ার্ডফিজ়িক্স’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় পাঁচ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা নানা রকমের মন্তব্য করে ভিডিয়োটির কমেন্টবাক্স ভরিয়ে দিয়েছেন। এক দল নেটাগরিক গোখরোর গোহারা হেরে যাওয়া দেখে মজা পেয়েছেন। বহু নেটাগরিক আবার গোখরোর করুণ পরিণতিতে কষ্ট পেয়েছেন।